News Britant

বাইক সহ ঝোড়ায় পড়ে মৃত্যু এক ব্যক্তির

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#মালবাজার: মঙ্গলবার মধ্যরাতে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের  জুরন্তি চা বাগানে আত্মীয়র বাড়ি থেকে মাল ব্লকের  ডামডিম চাবাগানে বাড়ি ফিরবার সময় ৩১ নং জাতীয় সড়কের ধারে একটি ঝোরার মধ্যে দুর্ঘটনা কবলিত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালবাজার থেকে ডামডিম যাবার পথে বাঁশবাড়ি এলাকায় ৩১ নং জাতীয় সড়কের পাশে থাকা একটি ঝোড়ার মধ্যে।

জানা গেছে মৃত ব্যক্তির নাম বিকি নায়েক, বয়স ৪২ বছর। বাড়ি ডামডিম চা বাগানের নর্থ গ্রান্ট ডিভিশনের বাবু লাইন শ্রমিক মহল্লায়। বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেড়িয়ে সাধারণ মানুষের চোখে পড়ে বাইক সহ এক ব্যক্তি ঝোড়ার মধ্যে পড়ে রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মালবাজার থানার পুলিশ সূত্রে জানা গেছে, “সম্ভবত রাতের অন্ধকারে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদেহটি ময়নাতদন্তর জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে”। ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ।

Leave a Comment