News Britant

প্রাথমিক শিক্ষা সংসদের বিরুদ্ধেই ডেপুটেশনে সরকারপন্থী শিক্ষক সমিতি

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#রায়গঞ্জঃ প্রাথমিক শিক্ষা সংসদের একাধিক কাজে গাফিলতির অভিযোগ তুলে এবার ডেপুটেশন জমা দিল পশ্চিম বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। মঙ্গলবার সমিতির সদস্যরা তাদের দাবিদাওয়া সম্বলিত অভিযোগ পত্র তুলে দেন  জেলা বিদ্যালয়(প্রাথমিক) পরিদর্শক এবং ডিপিএসই এর চেয়ারম্যান, ইনচার্জ দুলাল সরকারের হাতে।

জানা গেছে, জেলায় আগামী শিক্ষা বর্ষে প্রাথমিকে ক্রীড়া, ছুটি ছাটা নিয়ে সম্প্রতি যে নির্দেশিকা প্রকাশ হয়েছে, তাতে সন্তুষ্ট নয় সরকার পন্থী এই শিক্ষক সমিতির সদস্যরা। তাতেই এমন ডেপুটেশন বলে জানালেন সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান। তিনি বলেন, এদিন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আট দফা দাবি বিদ্যালয় পরিদর্শক এবং চেয়ারম্যান চেয়ারম্যান ইনচার্জ দুলাল সরকারকে।

যে সকল দাবিতে আমরা ডেপুটেশন জমা দিয়েছি তার মধ্যে সংগঠনের মূল দাবি ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুজোর ছুটি টানা করে জেলাগত ছুটির  লিস্ট বের করা, জেলা গত ক্লাস রুটিন, পি.এফের হিসাব আপডেট, প্রধান শিক্ষক নিয়োগ, উৎসশ্রীতে  বদলি শুরু করা, বকেয়া এরিয়ার বিল প্রদান, সুপ্রিম কোর্টের অর্ডারে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের পুনরায় বেতন চালু করা।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ সদর চক্রের সভাপতি গৌতম পাল, সামিম আলম, লিয়াকত হোসেন, শ্যামশ্রী ঘোষ, সীমা বন্দ্যোপাধ্যায়, আনোয়ার আলী প্রমুখ। তৃণমূল শিক্ষক সমিতির এই উদ্যোগকে কটাক্ষ করে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃত্ব কৃষ্ণেন্দু রায় চৌধুরী বলেন, এই সরকার শিক্ষক ও শিক্ষা বিরোধী সরকার। তাই সরকার কোনোমতেই শিক্ষক স্বার্থে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না। সরকার পন্থী ওই শিক্ষক সমিতি শুধুমাত্র লোক দেখানোর জন্য মাঝেমধ্যে এমন কর্মসূচি পালন করে।

Leave a Comment