News Britant

প্রস্তুতি সম্পন্ন, কুলদাকান্ত মেমোরিয়াল ট্রফিতে রায়গঞ্জে আসছেন আইএসএল খেলোয়াড়

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#রায়গঞ্জঃ আগামী ১৮ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ৮৯তম কুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি ও তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট। রায়গঞ্জ ইনিস্টিউটের পরিচালনায় রায়গঞ্জ টাউন ক্লাবে এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৮ই ডিসেম্বর। ফাইনাল খেলার তারিখ নির্ধারিত হয়েছে আগামী ২৪শে ডিসেম্বর। ফুটবল টুর্নামেন্ট নিয়ে প্রস্তুতি শেষ করে এনেছে উদ্যোক্তারা।

এরকম পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে উন্মোচিত হল এবারের প্রতিযোগিতার বল। এই বল উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক সুশান্ত রায়, রায়গঞ্জ ইনস্টিটিউটের কোষাধ্যক্ষ সজল সেনগুপ্ত,রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ সহ রায়গঞ্জের প্রাক্তন ফুটবলাররা।

এদিন বল প্রকাশের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় অরিজিৎ ঘোষ বলেন,  এবারের প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশ নেবে। এর মধ্যে ৫ টি দল কোলকাতার লিগে অংশ নেয়। বাকি ৩টে টিমের একটি রায়গঞ্জ ওরিয়েন্ট কোচিং ক্যাম্প, একটি শিলিগুড়ির ও অপরটি জয়গাঁর। প্রথম খেলায় অংশ নেবে রায়গঞ্জ ওরিয়েন্ট জুয়েলার্স টাউন ক্লাব ফুটবল এ্যাকাডেমী বনাম কোলকাতার ঐক্য সম্মিলনী।

প্রতিযোগিতায় কসকো বলে খেলোয়াড়েরা পরস্পর নিজেরা মুখোমুখি হবে।   উল্লেখ্য, এই টুর্নামেন্ট শুরু করে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল। পরবর্তীতে রায়গঞ্জ ইনিস্টিউটের পরিচালনায় রাজ্যের বিভিন্ন প্রান্তের দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হয়। অরিজিৎ বাবু জানান, এবারের প্রতিযোগিতায় ইন্ডিয়ান সুপার লিগ খেলা তারকা ফুটবলার আসার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও মূল টুর্নামেন্ট শুরুর আগে আগামীকাল রায়গঞ্জ টাউন ক্লাব মাঠেই আয়োজিত হবে অন্নপূর্ণা সাহা স্মৃতি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ধীরেন্দ্র নাথ শর্মা স্মৃতি রানারআপ কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট। মহিলা ফুটবলের ফাইনালের দিনই আয়োজিত হবে জেলার প্রাক্তন ফুটবলার ও কোলকাতার প্রাক্তন ফুটবলারদের নিয়ে আমন্ত্রণীমূলক ফুটবল খেলা।

Leave a Comment