News Britant

বিপন্ন শৈশব: রাস্তায় খেলনা বিক্রি করে সংসার টানছে পড়ুয়া

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#ইসলামপুর: ওদের শৈশব কাটে অন্যদের খুশী করে। ওরা বিক্রি করে খেলনা গাড়ি। দিনভর রাস্তায় ঘুরে ঘুরে খেলনা গাড়ি বিক্রি করে যা আয় হয় তা দিয়েই সংসার চালাবার খরচ  অনেকটাই তুলতে হয় ওদের। আর ৫ টা শিশুর মত সহজ হয়না ওদের জীবন। এমনই এক শিশুর দেখা মিলল ইসলামপুর শহরে। নাম মহঃ আসফাক। ষষ্ঠ শ্রেনীতে পড়াশোনা করে।

কথা বলে জানা গেল, আসফাকের বাড়ি বিহারের খাগাড়িয়া এলাকায়। জানা যায়, প্রতি বছর এই সময় হাতে বানানো ছোট ছোট খেলনা গাড়ির পসরা নিয়ে আসে সে। গাড়ি গুলি তার বাবা বানায়। সারা দিন রাস্তায় রাস্তায়,পাড়ায় পাড়ায় গাড়ি বিক্রি করে। যা আয় হয় তা দিয়ে চাল কিনে বাড়ি নিয়ে যায়।

স্থানীয় সূত্রে এমনটা জানা গেলেও আশফাক বলে নদীর জলে ওদের বাড়ি ভেসে গিয়েছে। আর তাই পেটের তাগিদে এভাবেই ঘুরে বেড়াচ্ছে। আর এভাবেই দেখতে দেখতে নস্ট হয়ে যায় ওদের শৈশব। শুধু আসফাক নয়। হাজারও আসফাকদের এমন চিত্র দেখা যায় সর্বত্রই।

Leave a Comment