News Britant

২০১০সালের প্যানেলের মান্যতার দাবি নিয়ে আইসিডিএস পরীক্ষার্থীদের র‍্যালি

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#মালবাজার: ২০১০ সালের প্যানেলের মান্যতার দাবীতে শুক্রবার চালসায় র‍্যালি করলো সেদিন আইসিডিএসের পরীক্ষার্থীরা। জানাগেছে, সম্প্রতি রাজ্যের শিশু ও নারী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিঞ্জপ্তি জারি হয়েছে এবং লিখিত পরীক্ষার দিনও ঘোষিত হয়েছে। এই ঘোষণা জারি হতেই পথে নেমেছেন ২০১০ সালে তৎকালীন রাজ্য সরকারের আহুত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা দেওয়া মহিলারা।

শুক্রবার তারা চালসা গোলাইতে ২০১০ সালের প্যানেলের মান্যতার দাবীতে স্লোগান দিয়ে মিছিল করে। মিছিলে তৃনমুল কংগ্রেসের ব্লক সভাপতি জোশেফ মুন্ডার বিরুদ্ধেও স্লোগান ওঠে। মিছিলে অংশ নেওয়া মহিলারা জানান, আমরা ২০১০ সালে সরকারি নিয়ম মেনে লিখিত পরীক্ষা দেই। যারা পাশ করেছিল তাদের মোখিক পরীক্ষায় অ্যাডমিড কার্ড দিয়ে ডাকা হয়। মৌখিক পরীক্ষার পর প্যানেলও হয়। কিন্তু, নিয়োগ হয়নি। আবার সরকার কর্মী, সহায়িকা নিয়োগের বিঞ্জপ্তি দিয়েছে এবং পরীক্ষার দিনও ধার্য্য হয়ে। আমাদের দাবি ১২ বছর আগের প্যানেলকে মান্যতা দেওয়া হোক।

এজন্য সর্বত্র ডেপুটেশন দেব। নতুন করে পরীক্ষা মানবো না”। প্রসঙ্গত উল্লেখ্য, গত বাম আমলে ব্লক স্তরে স্থানীয় বিধায়কদের নিয়োগ বোর্ডের চেয়ারম্যান করার রীতি ছিল। ২০১১ সালে পালা বদলের পর সেই নিয়ম পরিবর্তন হয়ে জেলা ভিত্তিক নিয়োগ বোর্ড গঠন হয়। এই নিয়ম পরিবর্তনের বিরুদ্ধে তৎকালীন কংগ্রেস বিধায়ক জোশেফ মুন্ডা মামলা করেন। পরে ২০১৭ সালে জোশেফ বাবু তৃনমুল কংগ্রেসে যোগদানের পরে সেই মামলা প্রত্যাহার করেন।

জোশেফবাবুর করা মামলার জন্য ২০১০ সালের পরীক্ষার্থীদের প্যানেল স্থগিত হয় বলে সেদিনের পরীক্ষার্থীদের কাছে বার্তা যায় বলে প্রকাশ। এনিয়ে জোশেফবাবু বলেন, আমার মামলা নিয়ে আজকের আআন্দোলন রত বোনেদের কাছে ভুল বার্তা গেছে। ওনারা মিস লিড হচ্ছেন। আমি মামলা করেছিলাম নিয়োগ বোর্ডের চেয়ারম্যান পদের নিয়ম পরিবর্তনের বিরুদ্ধে। যা হোক আমি ওনাদের প্রতি সহানুভূতিশীল। আমরা চেষ্টা করবো যাতে ওনাদের প্রতি বিচার হয়। 

Leave a Comment