



#ইটাহারঃ সামনেই রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন। বিগত পঞ্চায়েত নির্বাচনের মত এবারেও রাজ্য জুড়ে সন্ত্রাসের আবহাওয়া তৈরি করতে চাইছে শাসক তৃণমূল কংগ্রেস। এমনটাই অভিযোগ করে আসছে রাজ্যের বিরোধী দলগুলো। এরকম পরিস্থিতিতে, শুক্রবার সকালে ইটাহারের একটি গ্রামীণ সড়কের ধার থেকে উদ্ধার হল একটি কৌটা বোমা।
ফলে তীব্র চাঞ্চল্য ছড়ালো ইটাহারের সাধারণ মানুষের মধ্যে। ঘটনাটি ঘটেছে ইটাহার থানার কাপাশিয়া অঞ্চলের রামনগর এলাকায়। পুলিশ সূত্রে জানাগেছে, এদিন পথচলতি স্থানীয় বাসিন্দারা বোমাটি প্রথম দেখেন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় এবং আতঙ্কিত হয়ে পরে রামনগর এলাকার বাসিন্দারা। খবর দেওয়া ইটাহার থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার বিশাল পুলিশবাহিনী। বোমাটি নিষ্ক্রিয় করার জন্য মালদার বোম স্কোয়ার্ড টিমকে খবর দেয় পুলিশ।
অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। এরপর দুপুর নাগাদ কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা কি উদ্দেশ্যে রাস্তার ধারে বোমটি ফেলে গেছে তার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে ইটাহার থানার পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ।
