



#ইসলামপুর: ইসলামপুরে কৃষি মান্ডি এলাকায় শনিবার সকাল বেলায় লটারি টিকিট বিক্রেতা সুকুমার সরকার এক মুমূর্ষু ব্যক্তিকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। উদ্ধার হওয়া ওই দেহে এখনো প্রাণ আছে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় এলাকাবাসী।
এ বিষয়ে ১৪নং ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি বিক্রম দাস জানান, ওই ব্যক্তি মৃত না জীবিত সে বিষয়ে নিশ্চিত বলা যাচ্ছে না। পুলিশে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবে। হাসপাতালে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী ও সরকারি নিয়মাবলী মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
