



#ইসলামপুর: গত ১৫ তারিখ ইসলামপুর কলেজের স্নাতক স্তরের পরীক্ষা বাতিল করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বাতিল হওয়া এই পরীক্ষা সহ আগামীতে হওয়া সব পরীক্ষায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও কলেজ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে হবে বলেও জানা গেছে। তবে ঠিক কি কারণে এই পরীক্ষা বাতিল হয়েছে সে বিষয়ে কলেজের অধ্যক্ষ কাজল রঞ্জন বিশ্বাসের এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের তরফে পরীক্ষা বাতিলের কোন নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
স্নাতক স্তরের পরীক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যে নির্দেশিকা রয়েছে গত ১৫ তারিখের পরীক্ষায় তা পালন করা হয়নি বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। পরীক্ষা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা কিরকম ছিল সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে অধ্যক্ষ জানান পরীক্ষার দিন অধ্যক্ষ নিজে দাঁড়িয়ে থেকে ছাত্র-ছাত্রীদের কাছে মোবাইল বা কোনরকম কাগজপত্র আছে কিনা সেসব বিষয় খতিয়ে দেখেছেন।
তবে গত ১৫ তারিখ ৫৩০০ ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছিল এত বিপুল পরিমাণ ছাত্র-ছাত্রীর উপ নজরদারি করার মত প্রয়োজনীয় স্টাফ কলেজের নেই বলে তিনি জানান। এ বিষয়ে কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী নাজনী খাতুন জানান পরীক্ষা বাতিল হওয়ায় যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছি আমাদের পরীক্ষা ভালো হয়েছিল ওই পরীক্ষা দিয়েই আমরা পরবর্তী সেমিস্টারে যেতে চাই।
একইভাবে বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্র মোহিত কুমার বিশ্বাস বলেন ইউনিভার্সিটি নিয়ম অনুযায়ী একই বেঞ্চে দুজন করে পরীক্ষা দেওয়ার কথা কিন্তু কলেজে পর্যাপ্ত ঘর না থাকার কারণে বেঞ্চে দুইয়ের বেশি ছাত্র-ছাত্রী বসে পরীক্ষা দিয়েছে, এবং তারা নিজেদের মধ্যে নকল করে পরীক্ষা দিয়েছে। দু একজন ছাত্র-ছাত্রীর জন্য সকলের পরীক্ষা বাতিল হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করে সে।
