News Britant

আবারও সড়ক দুর্ঘটনা রূপাহারে, আহত ১

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#রায়গঞ্জঃ রবিবার দুপুরে আবারও এক সড়ক দুর্ঘটনা সংঘটিত হল রায়গঞ্জ থানার রূপাহারে। এই দুর্ঘটনায় মারাত্মক ভাবে জখম হয়েছেন এক লরি চালক। ২টি লরির মুখোমুখি সংঘর্ষে এমন দুর্ঘটনা ঘটছে বলে জানালেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানান, রূপাহার বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের সামনে এদিন এই দুর্ঘটনা সংঘটিত হয়।

ইটাহার থেকে রায়গঞ্জ মুখী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ডানদিক ঘেঁষে চলছিল। সেই মূহুর্তে ইটাহার মুখী ১০ চাকা লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় জখম হন নিয়ন্ত্রণ হারানো লরির চালক। তাকে রূপাহারে প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা সুব্রত দেবপাল জানান, রাস্তায় লরি, বাস ও টোটোর সংখ্যা বেড়েছে। কম গতি সম্পন্ন বাহন গুলির জন্য ২ লেনের এই রাস্তায় মাঝেমধ্যেই নানা ধরনের দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। বাইপাস চালু হলে এই সমস্যা সমাধান হতে পারে।

Leave a Comment