



#রায়গঞ্জঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে ভগ্নদশা চলছে। সেই দূরাবস্থা থেকে মুক্তির লক্ষ্যে রায়গঞ্জে অনুষ্ঠিত হল একটি পদযাত্রা। এই পদযাত্রায় অংশ নিয়েছিলেন জেলার বিভিন্ন প্রান্তের ছাত্র, শিক্ষক, অধ্যাপক ও শিক্ষানুরাগীরা।
শিক্ষা- সংস্কৃতি সুরক্ষা মঞ্চের ব্যানারে এদিন পথে নামে ছাত্র, যুবরা। রবিবার দুপুরে রায়গঞ্জের আশা টকিজ সিনেমা হলের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয় ও শেষ হয় ঘড়ি মোড়ে এসে। এই শিক্ষা বাঁচাও পদযাত্রায় যোগ দেন শতাধিক ছাত্র, শিক্ষক, অধ্যাপক।
পদযাত্রার শেষে ঘড়ি মোড়ে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচীর মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরেন। এই কর্মসূচীতে বক্তব্য রাখেন ছাত্র শুভব্রত অধিকারী, যুবরাজ রায়, শিক্ষক অমিত ঘোষ। তারা বলেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বাঁচাতে গেলে দুর্নীতি, রাজনীতি, তোষণ ও বঞ্চনা মুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।
