



#রায়গঞ্জঃ রাজ্য জুড়ে শিক্ষায় চরম নৈরাজ্য, সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিচ্ছে না বর্তমান রাজ্য সরকার, স্কুল গুলোতে প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে। রবিবার এই সমস্ত বিষয়ের প্রতিবাদে জেলা সম্মেলন অনুষ্ঠিত হল কংগ্রেস প্রভাবিত শিক্ষক সমিতি STEA এর। এদিন রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন বলে জানালেন জেলা সম্পাদক পার্থ প্রতীম কুন্ডু। তিনি বলেন, ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী ও অভিভাবকদের স্বার্থে আমরা লড়াই করছি। এই সম্মেলনের মধ্যে দিয়ে আমাদের দাবিদাওয়া আরও এগিয়ে নিয়ে য়াওয়া হবে।
এদিকে ওই শিক্ষক সমিতির রাজ্য সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এসেছে চরম নৈরাজ্য। বর্তমান শাসক দলের মন্ত্রী, শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক কারাগারে আটক। এরকম পরিস্থিতিতে স্বপ্ন নষ্ট হচ্ছে বহু বেকার ও শিক্ষিত ছেলেমেয়েদের। তাই তাদের স্বার্থেই নিয়োগ করা দরকার।
এদিনের ২৪তম দ্বি বার্ষিক জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি দেবব্রত অধিকারী, প্রাক্তন জেলা সম্পাদক অমল মিত্র, প্রাক্তন জেলা সভাপতি স্বদেশ চন্দ্র সাহা, সরকারি কর্মচারী সমিতির জেলা সম্পাদক সুযশ মুখোপাধ্যায়, অজয় কুমার রায়, করুনাময় নাগ, তিলক চৌধুরী, বিপ্লব তরফদার সহ অন্যান্য নেতৃত্ব। উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আলোচনা ছিল গঠন মূলক।
