News Britant

টানটান উত্তেজনার বিশ্বকাপ ফুটবল ফাইনালে জিতল আর্জেন্টিনা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#নিউজ বৃত্তান্তঃ রবিবারের রাতে জমজমাট হয়ে উঠল ফিফা বিশ্বকাপ ফুটবল ফাইনাল। এদিন নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল ২-২।  ডি মারিয়া ও লিওনেল মেসির গোলে প্রথমার্ধে ২-০ গোলে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে  একাই ২টি গোল করেন এমবাপে। জমে যায় ফাইনাল।  নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ গোলে।

এরপর শুরু হয় অতিরিক্ত সময়ের খেলা। ১০৯ মিনিটে মেসির গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। পেনাল্টিতে গোল শোধ করে ফ্রান্সের পক্ষে এমবাপে। তিন গোল করে হ্যাট্রিক করেন এমবাপে। অতিরিক্ত সময়ে ৩-৩ গোলে শেষ হলে খেলা যায় পেনাল্টি কিকে। এরপর পেনাল্টিতে ফ্রান্সকে ৪ -২ গোলে পরাজিত করল আর্জেন্টিনা।

Leave a Comment