



#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ আবারও এক মহতি হৃদয়ের সন্ধান পাওয়া গেল রায়গঞ্জ শহরে। ক্যান্সার আক্রান্তদের জন্য নিজের চুল দান করে প্রশংসিত হল রায়গঞ্জের বাসিন্দা তথা সুদর্শন পুরে অবস্থিত সারদা বিদ্যামন্দিরের খুদে পড়ুয়া ত্রিশলা সেন। রবিবার ছোট্ট ত্রিশলা তার ১৪ ইঞ্চি চুল দান হিসেবে তুলে দেয় রায়গঞ্জের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে। জানা গেছে, ছোট্ট ত্রিশলা তার স্কুলে প্রভাত শ্রেণির পড়ুয়া।
বাড়িতে রয়েছেন তার বাবা সব্যসাচী সেন ও মা তানিয়া সেন। একমাত্র সন্তানের এমন ইচ্ছেকে গুরুত্ব দিতেই এমন পদক্ষেপ বলে জানালেন ত্রিশলার মা তানিয়া দেবী। তিনি বলেন, ওর ইচ্ছে থেকেই চুল বড় করেছিলাম। এদিন চুল কেটে মুক্তির কান্ডারীর কর্ণধার কৌশিক ভট্টাচার্যের হাতে তুলে দিয়ে ভীষণ ভালো লাগছে।
একটা ভালো কাজের সাথে জড়িয়ে থাকলাম ভেবে মনটা ভালো লাগছে। ত্রিশলা অবশ্য জানায়, সে তার এমন দান করার মানসিকতা পেয়েছে পরিবারের বড়দের থেকে। সে বলে, বাবা নিয়মিত রক্তদান করেন। মা স্বেচ্ছাসেবী সংস্থার সাথে জড়িত। তাই ওদের দেখেই এই চুল দান করার সিদ্ধান্ত নিয়েছি।
স্থানীয় রেশমী চৌধুরীর কাছে আবৃত্তি শেখে ছোট্ট ত্রিশলা। ছাত্রীর এমন মন ভালো করা কাজে উচ্ছ্বসিত তিনিও। বৃহস্পতিবার রায়গঞ্জের ওই বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার কৌশিক ভট্টাচার্য বলেন, ‘আমরা ক্যান্সার আক্রান্তদের জন্য চুল সংগ্রহ করে মুম্বাইয়ের মদত ট্রাষ্টের কাছে পাঠিয়ে দিই। ত্রিশলার মত এত ছোটো বয়সে রায়গঞ্জ শহর থেকে আর কেউ কখনও দেয়নি।
ও দৃষ্টান্ত যোগ্য একটা নজির গড়ল। ওকে অভিনন্দন। এর আগে রায়গঞ্জের ঋষিকা চক্রবর্তী মাত্র ৭ বছর বয়সে চুল দান করেছিল। এদিন ঋষিকার বাবা কৌশিক চক্রবর্তী বলেন, এত ছোট বয়স থেকে অন্যের জন্য বাঁচার আগ্রহ ওকে একদিন বড় মাপের মানুষ তৈরি করবে।
