News Britant

ডেইলি মার্কেটের জঞ্জালে আগুন উদ্বিগ্ন ব্যবসায়ীরা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#মালবাজারঃ মাল ডেইলি মার্কেটের জঞ্জালে লাগলো আগুন। এতেই চাঞ্চল্য ছড়ায় ব্যবসায়ীদের মধ্যে। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। জানা গেছে, মাল ডেইলি মার্কেটের পাশেই রয়েছে রেল প্লাটফর্ম। মাঝে এক ক্লাবের পুরানো ঘর রয়েছে। সেই ঘরের পাশে ডেইলি মার্কেটের ব্যবসায়ী থেকে আশেপাশের মানুষ জঞ্জাল ফেলে।

মাঝেমধ্যে পৌরসভার গাড়ি জঞ্জাল সাফ করলেও প্রতিদিন থার্মোকল, কাগজ, প্লাস্টিক, গ্লাস, জলের বোতল সব জমা হয়। সোমবার দুপুর ২টা নাগাদ আচমকা ওই জঞ্জাল স্তুপে আগুন ও ধোঁয়া দেখে ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পাড়ে। প্রথমে ব্যবসায়ীরা বালতিতে জল নিয়ে আগুন নেভাতে শুরু করে।

খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভায়। স্থানীয় সুত্রে জানাগেছে, কেউ অসতর্ক ভাবে জলন্ত  সিগারেট বা ওই জাতীয় কিছু ফেলায় আগুন লাগে। তবে ক্ষয়ক্ষতি কিছু হয়নি। রাতে হলে দূর্ঘটনা ঘটতে পারতো। 

Leave a Comment