News Britant

পৌষের বিকেলে কলোনি মাঠে নিবেদিতা স্কুলের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#মালবাজারঃ সোমবার পৌষের বিকালে কলোনির মাঠে নিবেদিতা বিদ্যা নিকেতনের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে মাতলো অনেকে। মালবাজারে নার্সারি স্কুল হিসাবে নিবেদিতা বিদ্যা নিকেতনের সুনাম রয়েছে। গত দুই বছর করোনা সংকটের জন্য স্কুলের পঠন পাঠন প্রায় বন্ধই ছিল। কোন বার্ষিক অনুষ্ঠান হয়নি।

পরিস্থিতি স্বাভাবিক হতেই আবারও সাংস্কৃতিক ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় কলোনি মাঠে। দীর্ঘদিন বাদে পৌষের বিকালে কচিকাঁচা দের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এদিন ভালোই ভীড় হয়। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মাল পরিমল মিত্র মহাবিদ্যালয়ের বাংলার অধ্যাপিকা ডঃ তপতি সাহা।

পরে তিনি পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেন। যেহেতু করোনা কালে এবং পরবর্তী সময়ে স্কুলের পঠন পাঠন সেরকম হয়নি তাই মেধা ভিত্তিক ১ম, ২য়,বা তৃতীয় ঘোষণা না করে সবাইকে পাশ করানো হয়েছে। স্কুলের অধ্যাক্ষা নিতা সাহা জানান, গত দুই বছর কোন অনুষ্ঠান হয়নি। পরিস্থিতি কাটিয়ে নিবেদিতা বিদ্যা নিকেতন ও লিটিল স্টার দুটি স্কুল একত্রিত হয়ে অনুষ্ঠান করছে। প্রায় ১০০ জন শিশু এই অনুষ্ঠান গুলিতে অংশ নিয়েছে। 

Leave a Comment