



#ইসলামপুর: আন্তর্জাতিক আবহে ইসলামপুরে অনুষ্ঠিত হলো আবৃত্তি উৎসব। এপার বাংলা ও ওপার বাংলার পাশাপাশি সুদূর অসমের শিল্পীদের দ্বারা পরিবেশিত বাচিক শিল্পের অনুষ্ঠান যেন উৎসবের রূপ নিল। অবুঝ সবুজ ও শ্রুতি মঞ্জিল নামে দুটি আবৃত্তি সংস্থার বর্ষপূর্তি উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হলো ইসলামপুর সূর্যসেন মঞ্চে। ইসলামপুরের সংস্কৃতিক জগতের এক অনন্য নাম অবুঝ সবুজ ও শ্রুতি মঞ্জিল।
এই দুটি সংস্থার বর্ষপূর্তি উপলক্ষে স্থানীয় সূর্যসেন মঞ্চে রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশ বিদেশ এর অতিথিদের উপস্থিতিতে এই অনুষ্ঠান এক অনন্য মাত্রা পায়। রবিবার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করে ইসলামপুর পুরসভার পুর প্রধান কানাইলাল আগারওয়াল, এবং স্বাগত ভাষণ দেয় সংস্থার সম্পাদক সুশান্ত নন্দী।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিদের জেলার উৎপাদিত চা, উত্তরীয় এবং ময়ূরের পালক দিয়ে স্বাগত জানানো হয় সংস্থার পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী অসমের মনোজ দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত কবি বাচিক শিল্পী অধ্যাপক মাঝহারুল মোর্শেদ, যন্ত্র সঙ্গীত শিল্পী, কানাইলাল দাস। তাদের সৃজন সম্মানে সম্মানিত করা হয়। অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামপুরের বিশিষ্ট কবি নিশিকান্ত সিনহা, ভবেশ দাস, শিল্পী সঞ্জীব বাগচী আবৃত্তিকার চন্দন সাহা, পায়েল পাইন, নৃত্য শিল্পী শিপ্রা রায়, আইভি বিশ্বাস, দেবশ্রী সাহা, নাট্যকার উত্তম সরকার, সমাজকর্মী বাপন দাস, চৈতালি পাল, রাধেশ্যাম দে সরকার, স্বরূপানন্দ বৈদ্য, আলোকচিত্রী রাজু দাস সহ বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য মানুষেরা।
এদিন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারীদের পুরুস্কার প্রদান করা হয়। আবৃত্তি, অংকন প্রদর্শন, সমবেত কবিতা, ছোটদের হাসির সংলাপ সহ বিভিন্ন বিষয়ে রীতিমতো জমজমাট ওই অনুষ্ঠান। সংস্থার সম্পাদক সুশান্ত নন্দী জানান, সংস্থার ক্ষুদে শিল্পীরা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে।
সেই অর্থের মাধ্যমে ১০ জন বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ার হাতে আগামী শিক্ষাবর্ষের গঠন-পাঠনের সামগ্রী তুলে দেওয়া হয় অনুষ্ঠান থেকে। এই মানবিক বিষয়ে এগিয়ে এসেছেন শহরের দুই মানবিক ব্যবসায়ী ছত্তরমল আগারওয়াল ও রমেশ বেহেতি। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন মিঠুন দত্ত ও জ্যোতি বিশ্বাস।
