



#ইসলামপুর: অনুভব পরিবারের সাহিত্য সংস্কৃতি বিভাগের উত্তরবঙ্গ শাখার পক্ষ থেকে ১০ম বাৎসরিক সাধারন সভা ২০২২ কে সামনে রেখে অনুষ্ঠিত হল সাহিত্য সম্মেলন। ইসলামপুর টাউন লাইব্রেরি হলে এই কর্মসূচীর আয়োজন করা হয়। মঙ্গলদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদবোধন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যানন কানাইয়ালাল আগরওয়াল।
বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওপার বাংলার লেখক মাজহরুল মোর্শেদ, সঞ্জীব বাগচী, সুনীল চন্দ, ডঃ বাসুদেব রায়, কবি নিশিকান্ত সিনহা, বিশিষ্ট নৃত্য শিল্পী শিপ্রা রায়, ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জগদাত্রী সরকার। উদবোধনী সঙ্গীত পরিবেশন করেন স্বপ্না উপাধ্যায়। অনুষ্ঠানে সারস্বতঃ সম্মান প্রদান করা হয় জলপাইগুড়ির প্রাবন্ধিক ডঃ উমেশ শর্মা ও রায়গঞ্জের বিশিষ্ট সাংবাদিক ও লেখক ডঃ সুনীল চন্দকে।
অনুষ্ঠানে অনিল সাহার ব্যক্তি ও ব্যক্তিত্ব, কালে ও কালান্তরে নামক একটি বই প্রকাশ হয়। দ্বিতীয় পর্বে অতিথি ছিলেন ফিটোর সম্পাদক সুভাষ চক্রবর্তী, ছড়াকার অশোক কুমার ঠাকুর, কবি বাদল চন্দ্র দাস, ভবেশ দাস, সুশান্ত নন্দী, সর্বাশীস পাল, পাসারুল আলম ও সমাজ কর্মী স্বরূপানন্দ বৈদ্য। স্বরচিত কবিতা পাঠের আসর বসে এই পর্বে। আয়োজকদের পক্ষে রঞ্জন সাহা সাহিত্য চর্চার প্রসারে এই ধরণের অনুষ্ঠান নিয়মিত করা হয় বলে মনে করেন।
