News Britant

শীতের মরশুমে সামাজিক কর্মসূচি গ্রহন করল “পাশে আছি” স্বেচ্ছাসেবী সংস্থা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#ইসলামপুর: শীতের মরশুমে সামাজিক কর্মসূচি গ্রহন করল পাশে আছি নামের ইসলামপুরে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। দীর্ঘদিন থেকেই তারা অসহায় নিপীড়িত মানুষদের পাশে থেকে কাজ করে চলেছেন। সারাবছরই মোটামুটি তাদের এই কর্মসূচী জারি থাকে।

তারই অঙ্গ হিসেবে আজ ইসলামপুর মহকুমা হাসপাতালের আয়া মাসিদেরহাতে তুলে দেওয়া হল শীতের কম্বল। এদিন ইসলামপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন জেলাপরিষদ ভবনে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, জাবেদ আখতার, কার্যনির্বাহী আধিকারিক আরিকুল ইসলাম, সমাজ কর্মী সুশান্ত নন্দী, কবি সাহিত্যিক নিশিকান্ত সিনহা, ফিটোর সভাপতি সুভাষ চক্রবর্তী, সংস্থার কর্নধার স্বরুপানন্দ বৈদ্য, রিংকু বৈদ্য, রাধেশ্যাম দে সরকার, দীপ সরকার, মৌসুমী নন্দী সহ অন্যান্যরা। সহায়তা পেয়ে খুশী আয়ামাসিরা।

Leave a Comment