News Britant

অবাক প্রতিভা, ২ বছর বয়স থেকেই মূর্তি গড়ার নেশায় মশগুল রামকৃষ্ণ স্কুলের অঙ্কুশ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ এ যেন সাক্ষাৎ  এক বিরল প্রতিভা। বয়সে ছোট হলেও পাকা মৃৎশিল্পীদের মতই সে খড়ে দড়ি পেঁচিয়ে মূর্তির রূপ দেওয়া থেকে মাটি তৈরি করে দিয়ে চলেছে নানা দেবদেবীর মূর্তি। আর এতেই নজর কেড়েছে রায়গঞ্জ ইন্দিরা কলোনীর বাসিন্দা তথা ১২ বছরের খুদে পড়ুয়া অঙ্কুশ সরকার। অঙ্কুশের এই প্রতিভা ইতিমধ্যেই নজর কেড়েছে পাড়া পড়শি থেকে শিল্প প্রেমী সাধারণ মানুষের।

জানা গেছে, কুনাল সরকার ও মিঠু সরকারের একমাত্র সন্তান হল অঙ্কুশ সরকার। সে রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবনের সপ্তম শ্রেণীতে পাঠরত। ইন্দিরা কলোনীর ছোট্ট ঘরে বসবাস অঙ্কুশদের। সেখানে মূর্তি গড়ার কাজ করতে অসুবিধা জনক। তাই চাকু, দা, ব্লেড, দড়ি, সুতো, মাটি, হ্যাসকো সব নিয়ে তার ঠাঁই হয়েছে বাড়ির ছাদের এক কোণে। এদিন সকালে অঙ্কুশদের বাড়ির ছাদে গিয়ে দেখা গেল, সামনেই সরস্বতী পূজার প্রস্তুতি শুরু করেছে অঙ্কুশ।

৫/৬ টি ছোট মূর্তি এবং ৩/৪টি বড় সরস্বতী প্রতিমা গড়ার কাজ শুরু করেছে সে। এর পর আমাদের সাথে কথা বলতে গিয়ে অঙ্কুশ বলে, নিজেই ইউটিউব দেখে প্রতিমা গড়ার কাজ শিখেছি। প্রথম প্রথম নিজের শখের জন্য বানালেও, লোকে আমার হাতের কাজ ভীষণ পছন্দ করছেন। তাই  এখন প্রতিমা গড়ার অর্ডার আসছে। দাম দিয়ে কিনে নেন বহু মানুষ। এতেই প্রতিমা গড়ার আরও উৎসাহ পাই।

কালী, সরস্বতী, শিব, দূর্গা অনায়াসে বানিয়ে ফেলতে পারা অঙ্কুশ %9