News Britant

মাছ বাজারে পার্কিং এর ব্যবস্থা না থাকায় সমস্যায় সাধারণ মানুষ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#ইসলামপুর: দীর্ঘদিন থেকে ইসলামপুর শহরের মাছ বাজার এলাকায় পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই ।যার জন্য বাজার করতে আসা সাধারণ মানুষকে বিশেষ ভাবে সমস্যায় পড়তে হয়।  পৌরসভার পক্ষ থেকেও সমস্যা সমাধানে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

এ বিষয়ে ইসলামপুর ফিস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান বলেন, মাছ বাজারে পার্কিংয়ের ব্যবস্থা না থাকার কারণে প্রতিদিন যানজটের সৃষ্টি হয়।  সাধারণ মানুষ পার্কিং না থাকার কারণে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে  বাইক সাইকেল রাখে,  এর ফলে অনেক সময় বাইক সাইকেল চুরিও হয় বলে জানান তিনি।

পার্কিং সমস্যার বিষয়টি ইসলামপুর পৌরসভার পৌরপতিকে  জানানো হয়েছে বলে  মন্তব্য করেন তিনি। অন্যদিকে ইসলামপুর পৌরসভার পুর প্রধান  কানাইলাল আগারওয়াল বলেন, ইতিমধ্যে এই সমস্যার সমাধানের জন্য মহকুমা শাসকের সঙ্গে  আলোচনা হয়েছে। পাশপাশি তিনি জানান  কিছু সরকারি জমি রয়েছে যেগুলোকে চিহ্নিত করা হয়েছে পার্কিং তৈরি করার জন্য।

Leave a Comment