News Britant

গ্রামবাসীদের তৎপরতায় গ্রেফতার অপহরনকারীরা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#ইসলামপুর: অপহরনকারিদের ধরতে সাহসীকতার পরিচয় দিল গ্রামের মানুষ। গ্রামবাসীদের প্রচেষ্টায় অবশেষে পুলিশের জালে তিন অপহরণকারী। সফল ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে টাকা তুলে বাড়ি ফিরছিল ২ যুবক। সেসময় ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় দুই যুবকের উপরে চড়াও হয় দুস্কৃতীরা।

তাদের অপহরণ করা হয়। অপহরণের পর পরিবারের কাছে ফোন করে ৬ লক্ষ্য টাকা মুক্তিপন চায় অপহরণকারীরা। এদিন গভীর রাতে অপহরণকারীদের অন্যত্রে নিয়ে যাওয়ার সময় বাধা দেয় গ্রামবাসীরা। ইসলামপুর থানার কালুগছ এলাকায় অপহরণকারীদের ধরা হয়। শুরু হয় ধস্তাধস্তি। দুইজন পালাতে সক্ষম হয়।

বাকী তিনজনকে গ্রামবাসীরা ধরে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায়১ টি মারুতি ভ্যান আটক করেছে পুলিশ। বুধবার সকালে ওই যুবকদের পরিবার রামগঞ্জ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment