



#মালবাজারঃ সদ্য শেষ হয়েছে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল। সেই রেশ ধরেই বড়দিনের শুভ তিথিতে ডুয়ার্সের ওদলাবাড়িতে শুরু হচ্ছে আন্তর্জাতিক স্তরের নৈশ ফুটবল প্রতিযোগিতা। প্রতিবেশী নেপাল ও বাংলাদেশের ফুটবল দল সহ সিকিম, আসাম ও দক্ষিণ বাংলার দল মিলিয়ে মোট ৮ টি দল এই প্রতিযোগিতা অংশ নিচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর বছরের শেষ দিনে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।
নেতাজী সুভাষ অ্যাথলেটিকস ক্লাব ও মোহন স্পোর্টিং ক্লাব যৌথ ভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে।২০১৮ সাল থেকে শুরু হওয়া ইতিমধ্যে ওদলাবাড়ির এই ফুটবল আসর ডুয়ার্সে নাম করেছে। গত দুই বছর করোনা পরিস্থিতিতে খেলা হয়নি। এবার আবার মহাসমারোহে শুরু হয়েছে প্রস্তুতি ও মাঠ সাজানো। নিয়ে বুধবার ক্লাব গৃহে সাংবাদিক বৈঠক করেন প্রতিযোগিতা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবী তমাল ঘোষ ও সম্পাদক অনুপ সাহা।
শ্রী সাহা বলেন, এবার মোট ৮ দল আসছে। দক্ষিণ বঙ্গের কয়েকটি দল ও আসাম, সিকিম, নেপাল ও বাংলাদেশের দল থাকছে। এক প্রকার আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা। উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ মন্ত্রী বুলু চিকবরাইক সহ বিশিষ্ট ব্যাক্তি বর্গ।
শ্রী ঘোষ বলেন, দুবছর আমরা প্রতিযোগিতা করতে পারিনি। এবার আবার উদ্যোগ নিয়েছি। সন্ধ্যা ৭ টা থেকে খেলা শুরু হবে। প্রবেশ মুল্য ৩০ টাকা রাখা হয়েছে সেমিফাইনাল থেকে ৫০ টাকা দেওয়া হবে। ফাইনালে বিজয়ী দলকে ট্রফি সহ ১ লক্ষ টাকা বিজেতা দলকে ৮০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়াও অন্যান্য পুরস্কার থাকবে।
