News Britant

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির প্রসঙ্গ তুলে তোপ দাগলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সম্পাদক

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের মেয়ে শারিরীক ভাবে বিশেষ চাহিদাসম্পন্ন হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি। এই ধরনের ঘটনা কেন্দ্রীয় সরকারের আইন ও পাশাপাশি আন্তর্জাতিক মউ কেও লঙ্ঘন করছে। রায়গঞ্জের বাণিজ্য ভবনে সাংবাদিক বৈঠকে প্রদেশ অধিবেশন নিয়ে কথা বলতে এসে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তোপ দাগলেন অখিল ভারত  বিদ্যার্থী পরিষদের প্রদেশ সম্পাদক শুভব্রত অধিকারী।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে অভিযোগ তুলে শুভব্রতবাবু বলেন, কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী শারীরিক ও মানসিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়ারা পরীক্ষা ও পড়াশোনার ক্ষেত্রে কিছু ছাড় পেয়ে থাকে। এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য কোনো ছাড় ছিল না। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বঞ্চিত করে তাদের আসনগুলি টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করার পাশাপাশি প্রদেশ অধিবেশন শেষ হওয়ার পরে ৩০ বা ৩১ তারিখ নাগাদ এ বিষয়ে তারা ভিসির কাছে জবাব চাইবেন বলে জানান তিনি।

এছাড়াও তিনি বলেন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচিত ছাত্র সংসদ নেই। রেজিস্ট্রারের প্রত্যক্ষ মদতে তৃণমূল ছাত্র পরিষদ বিশ্ববিদ্যালয়ের একটি ঘরে নিজেদের ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে ইউনিয়ন রুম বলে চালাচ্ছে। এটা সম্পূর্ণ রেজিস্ট্রারের সহযোগিতায় হচ্ছে। শুভব্রত বাবু রেজিস্ট্রার দুর্লভ সরকারকে অযোগ্য বলার পাশাপাশি তার সময়ে বিশ্ববিদ্যালয় ন্যাকের বিচারে গ্রুপ ডি পেয়েছে, যা অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ফেস্ট এর জন্য বরাদ্দকৃত অর্থের নয়ছয় হচ্ছে বলেও সরব হন তিনি।

এদিন সাংবাদিকদের সামনেই প্রদেশ অধিবেশনের পোস্টার উন্মোচন করা হয়। বিদ্যার্থী পরিষদের এই ৪০ তম প্রদেশ অধিবেশন দীর্ঘ একুশ বছর পর কুলিক নগরী রায়গঞ্জে আয়োজিত হচ্ছে বলে জানান শুভব্রত বাবু। এ বিষয়ে তিনি বলেন, তিনদিনব্যাপী এই প্রদেশ অধিবেশনের সূচনা হবে ২৬ ডিসেম্বর বিকেলে প্রদর্শনী উদ্বোধনের মধ্য দিয়ে।  এই অধিবেশনেই নতুন প্রদেশ সভাপতি ও সম্পাদক নির্বাচিত হবেন। কোচবিহার থেকে মালদা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ জন ছাত্র প্রতিনিধি এতে অংশ নেবেন।

অধিবেশনের উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ স্বরূপ প্রসাদ ঘোষ। সমাজের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত মানুষকে এই অধিবেশন দেখার জন্য আহ্বান জানানো হয়েছে। ২৮ তারিখ বিকেলে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে রায়গঞ্জ শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। রায়গঞ্জের ঘড়ি মোড়ে এদিন প্রকাশ্য সমাবেশ হবে বলে জানান শুভব্রত বাবু। ২০০১ সালের পর এই সমাবেশ আবার রায়গঞ্জে হচ্ছে বলে জানান তিনি।

অন্যদিকে এই দূর্নীতির অভিযোগ প্রসঙ্গে  মুখ খুললেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডঃ দুর্লভ সরকার। তিনি বলেন, একদম ব্যক্তিগত ও এইরকম কদর্য ভাবে যে ছাত্রটি (খুব সম্ভবত শুভব্রত) আক্রমণ করে কথা বলছেন উনিও আমাদের ছাত্র। আর এটা বোধহয় আমাদের সংস্কৃতি নয়।  যদিও আমি ওনার সরাসরি শিক্ষক নই তবুও শুভব্রত সহ সকল ছাত্রছাত্রীদেরই ভালবাসি। যিনি এই ভাবে কথা বলছেন তাঁরও গত পাঁচ ছমাস আগে একটা অ্যাকাডেমিক ভীষন সমস্যা হয়েছিল। আমি উদ্যোগ নিয়ে ওনার সমস্যার সমাধান করেছিলাম, মনে আছে।

যেটা আমার দায়িত্ব। এবং  উনিও মনে রেখেছেন নিশ্চয়ই।এছাড়াও সকলের জানা দরকার ন্যাক এর গ্রেড কোনো ব্যক্তিবিশেষের ওপর নির্ভরশীল নয়। আমাদের বিল্ডিংয়ের কাজ ও অন্যান্য কিছু বাকি কাজ সম্পন্ন হলে আমরা আবার আবেদন করব ও ভাল ফল করব আশা রাখি। আর Raiversifest এর জন্যে মাননীয় উপাচার্য একটি কমিটি গঠন করেছেন Dean , Arts এবং Dean, Students’ Welfare এর নেতৃত্বে যেই কমিটি পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন। আমি সেই কমিটির একজন মেম্বার। আমি মাননীয় উপাচার্য ও কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কাজ করি ও নির্দেশ প্রতিপালন করি। কোনো ছাত্রের কোনো অভিযোগ থাকলে অবশ্যই মাননীয় উপাচার্যকে, মাননীয়  ডিন ও আমাকে জানাতে পারেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment