News Britant

পাচারের আগেই পাখি উদ্ধার, তুলে দেওয়া হল বনদপ্তরের হাতে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#রায়গঞ্জঃ পাচারের আগেই একটি বিরল প্রজাতির পাখী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের মহারাজা এলাকায়। জানা গিয়েছে, এদিন মহারাজা এলাকার স্থানীয় বাসিন্দা ছোটন চ্যাটার্জি সহ বেশ কয়েকজন দেখেন একটি বিরল প্রজাতির কায়েম পাখি পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় আনা হয়েছে।

তারা বিষয়টি লক্ষ্য করে পাখীটিকে পাচারকারিদের হাত থেকে উদ্ধার করেন। এরপর ছোটনবাবু বলেন, বৃহস্পতিবার দুপুরে মহারাজ এলাকায় একটি বিরল প্রজাতির কায়েম পাখি পাচারের উদ্দেশ্যে আনা হয়। আমার এক ভাই মারফত খবর পেয়ে ছুটে গিয়ে পাখিটিকে উদ্ধার করি। এবং বনদপ্তরের আধিকারিকদের জানাই।

তারা এলে, পাখিটিকে তাদের হাতে তুলে দেওয়া হয়। এদিকে, একটি কায়েম পাখি বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, এমন খবর পেয়ে ছুটে আসে বনদপ্তরের কর্মীরা। তারা উদ্ধার করে নিয়ে যান ওই পাখীটিকে। এরপর পাখিটি কুলিক বনাঞ্চলে ছাড়া হবে বলেও তারা জানান।

Leave a Comment