News Britant

সিকিমে সেনা কনভয় উল্টে পড়লো খাদে মৃত ১৬ জওয়ান, জখম ৪

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#মালবাজার: শুক্রবার এক মর্মান্তিক দূর্ঘটনায় মৃত্যু ঘটলো ভারতীয় সেনা বাহিনীর ১৬ জওয়ানের। জখম ৪ জন। ঘটনাটি ঘটেছে উত্তর সিকিমের জেমা এলাকায়। জানাগেছে, এদিন সেনাবাহিনীর ৩ টি কনভয় সেনা জওয়ানদের নিয়ে চাত্তেন থেকে থাঙ্গু যাচ্ছিল। 

দূর্গম রাস্তায় জেমা এলাকায় খারাপ আবহাওয়ার জন্য একটি কনভয় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে গভীর খাদে উল্টে পড়ে। মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। মৃত্যু হয় ১৬ জন জওয়ানের। মারাত্মক রকম জখম হয় ৪ জন জওয়ান। ওই গাড়িতে ২০ জন ছিল বলে জানাগেছে। সেনাবাহিনীর উদ্ধারকারী দল দ্রুত ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার শুরু করে। 

Leave a Comment