



#ইটাহারঃ শুক্রবারে থ্যালাসেমিয়া রোগ মুক্ত ইটাহার গড়ার লক্ষ্যে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে গঠন করা হল ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের ইটাহার ব্লক কমিটি। এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয় উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণের সভাকক্ষে। মূলত, ২০২৩ নতুন বছরের ৭ ও ৮ ই জানুয়ারী পশ্চিমবঙ্গ ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জে।
আর এই বার্ষিক সম্মেলনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার থ্যালাসেমিয়া রুগীদের রক্তের চাহিদা পূরণ ও জেলা ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট মেটাতে ইটাহার ব্লকেও একটি আলোচনা সভার মধ্য দিয়ে ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের ইটাহার ব্লক কমিটি গঠন করা হয়। সংগঠনের ব্লক কমিটির ইটাহার ব্লক সভাপতি নির্বাচিত হয় ইটাহার পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ কৃষ্ণ মার্ডি এবং সম্পাদক নির্বাচিত হয় সদ্য সিভিল ডিফেন্স প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবক মনসুর আলম।
সংগঠনের মূল লক্ষ আগামীদিনে সমগ্র রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি থ্যালাসেমিয়া মুক্ত ইটাহার গড়া। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা সম্পাদক সুব্রত সরকার, ইটাহার পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ কৃষ্ণ মার্ডি, বিশিষ্ট শিক্ষক অক্ষয় পাল, ইটাহার থানার পুলিশ আধিকারিক ইমরান হোসেন, মনসুর আলম সহ সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ প্রাপ্ত অন্যান্য সদস্যরা।
