



#রায়গঞ্জঃ আড়ম্বরপূর্ণ ভাবে আগামী বছরের শুরুতেই রায়গঞ্জ শহরে বসছে ৩৮তম নন্দন ফুলমেলা। করোনা আবহে বিগত ২ বছর শহরের পুস্পপ্রেমী সংগঠন নন্দন, ফুলমেলার আয়োজন করতে পারে নি। এবার ৪দিন ধরে আবারও বসতে চলেছে এই ফুলমেলা।
ইতিমধ্যেই প্রশাসনিক পর্যায়ের অনুমোদন পাওয়ার চুড়ান্ত অপেক্ষা করলেও নন্দন নামক ওই পুস্পপ্রেমী সংগঠনের সম্পাদক প্রদীপ আগরওয়ালা বলেন, ২০২০ সাল পর্যন্ত যেভাবে ফুলমেলা ও পুস্প প্রদর্শনী অনুষ্ঠিত হত, এবারও সেভাবেই রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের মাঠে এই মেলা বসবে৷
আগামী জানুয়ারি মাসের ১২ থেকে ১৫ তারিখ পর্যন্ত এই মেলা চলবে। প্রদীপ বাবু জানান, বিগত ২ বছর এই ফুলমেলা না হওয়ায় মন ভার করে রয়েছেন শহরের অধিকাংশ ফুল প্রেমী মানুষ। শহরের ফুল প্রেমী মানুষেরা নিজের বাড়িতেই গাঁদা, চন্দ্র মল্লিকা, ডালিয়া, বোগেনভিলিয়া, জবা, গ্যাজেনিয়া, জারবেরা সহ নানা রঙের রঙিন মরশুমি ফুল ফোটান, সাথে ফলের মধ্যে কমলা, টমেটো, লঙ্কা, আপেল, কুমড়ো, লাই, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি নানা রকমের শাক সবজি উৎপাদন করেন।
প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে যখন বাড়ি বাড়ি মরশুমি ফুলের ফোটা শুরু হয়, তখন নন্দন পুস্প প্রদর্শনীর আয়োজন করে। আশা করছি পুরোনো বছরগুলোর মত এবারও মন খুলে পুস্প প্রেমীরা উপভোগ করতে পারবেন ফুল মেলা। এদিকে, বিশ্বজুড়ে করোনা ভীতি আবারও মাথা চাড়া দিয়ে উঠছে বলে পিছুপা নন আয়োজক সংস্থা। তাদের দাবি, পরিস্থিতির দিকে নজর রাখছি। প্রয়োজন হলে মাস্ক ছাড়া কাউকে মেলায় প্রবেশ করতে দেওয়া হবে না।
