News Britant

ছোটদের মিষ্টি বন্ধুত্বের সাথে বড়দের অবুঝ স্বপ্নপূরণের আকাঙ্ক্ষা, বড়দিনে হামি ২ দেখে একটু ভাবতে বসুন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

পরিচালনা : শিবপ্রসাদ মুখার্জি,  নন্দিতা রায়

অভিনয় : গার্গী রায়চৌধুরী, শিবপ্রসাদ মুখার্জি, অঞ্জন দত্ত, খরাজ মুখোপাধ্যায়,  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা, আরিত্রিকা চৌধুরি

রেটিং : ৪/৫

#দেবলীনা ব্যানার্জী: সহজ সরল বন্ধুত্বের গল্প নিয়ে মন জয় করেছিলো শিবু নন্দিতার হামি। হামি আর বন্ধুত্ব যে সমার্থক তা বুঝিয়ে দিয়েছিলো ভুটু ভাইজান আর তনুরুচির মিষ্টি বন্ধুত্বের গল্প। এবার বড়দিনে আবার ফিরেছে হামি দ্বিতীয় পর্ব,  অন্য একটি মিষ্টি বন্ধুত্বের গল্প নিয়ে। বর্তমান সময়ে রিয়্যালিটি শো, প্রতিযোগিতার ইঁদুরদৌড়, বন্ধুত্ব সবকিছুর সমন্বয়ে এ ছবি ছোটদের জগতের পাশাপাশি ছুঁয়ে যাবে বড়দের অবুঝ স্বপপূরণের অলিগলিকেও।

তৃতীয় বার পর্দায় লাল্টু ও মিতালির জুটির  ম্যাজিক দেখাটাও সান্টাক্লজের জাদু গিফটের ম্যাজিকের থেকে কম নয়। রামধনুর পর হামি, আর হামির চার বছর পর হামি ২ তে ফিরছে মধ্যবিত্ত ব্যবসায়ী লাল্টু ও হোমমেকার মিতালির অনবদ্য জুটি।মধ্যবিত্ত বাবা মায়ের যেন অবিকল প্রতিচ্ছবি লাল্টু মিতালি। শিবপ্রসাদ ও গার্গীর অসাধারণ অভিনয় চোখের পলক ফেলতে দেয় না। সাথে তিন খুদে শিল্পী ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা, আরিত্রিকা চৌধুরি অসাধারণ।

ছোটরাই মনে হয় সবচেয়ে ন্যাচারাল অভিনেতা। চাইল্ড আর্টিস্ট এজেন্ট প্রশান্ত চক্রবর্তী হিসেবে খরাজ মুখোপাধ্যায় ও নিতাই জ্যাঠার চরিত্রে অঞ্জন দত্ত পর্দায় হাজির হয়েছেন নিজেদের স্বভাবসুলভ দাপটেই। নিতাই জ‌্যাঠা (অঞ্জন দত্ত) বলে ডাকে, তিনিও অবাক শিশুর প্রতিভায়। নিতাই জ্যাঠার উক্তি, ‘বিস্ময় হতে যেও না, একদিন তুমি বিস্মিত হয়ে যাবে’ ছবির সেরা ডায়লগ অবশ্যই। আর সান্টাক্লজের কথা যদি বলতেই হয় এ ছবিতে নিজের চরিত্রকে অনেকটা সান্তাক্লজের মতই মনে করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

বিশেষ একটি চরিত্রে রয়েছেন বুম্বাদা। রিয়্যালিটি শোয়ের সঞ্চালক হিসেবে খুব গ্ল্যামারাস একটি চরিত্রে দেখা যাবে তাকে। ছবির সঙ্গীত করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।  ছোটদের গানগুলি বেশ ভালো লাগে। বাচ্চাদের জগৎ,  স্বপ্ন,  কল্পনা, খেলাধুলার সাথে বর্তমান সময়ের রিয়্যালিটি শো, পরিচিতি, প্রতিভা, প্রতিযোগিতা,  বাবা মায়ের বাড়তে থাকা চাহিদা আকাঙ্ক্ষার টানাপোড়েনের গল্প বলবে এ ছবি। রিয়্যালিটি শো এর নেপথ্যেও অনেক ঘটনা থাকে। এই চোখের আড়ালে থাকা ঘটনা অনেকটা আছে হামি ২ তে।

সন্তানের কাছে বাবা মায়ের বাড়তি চাহিদা, সন্তানের প্রতিভা বিক্রি, বাংলা মাধ্যম স্কুলগুলির উঠে যাওয়া, লাইব্রেরির কর্মী  ও পড়ুয়ার বিলুপ্তি সহ বর্তমান সময়ের অনেক জ্বলন্ত সমস্যার বিরুদ্ধে প্রতিবাদের ছবি ফুটে ওঠে এ ছবিতে।  তবে সে প্রতিবাদ সরবে নয়, বরং গল্পের ভাঁজে ভাঁজে ব্যঙ্গে বিদ্রুপে হাস্যরসে বুনে দেওয়া হয়েছে। ছোটদের বন্ধুত্ব ভালোবাসার গল্পে চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে ব্যাড পেরেন্টিংয়ের দিকগুলোকে।

তাই শিবু নন্দিতার অন্যান্য ছবিগুলির মতই এ ছবি দর্শককে কাঁদাবে, হাসাবে এবং সর্বোপরি ভাবতে বাধ্য করবে। হামি ২ দেখে তাই একটু সময় নিয়ে ভাবুন। বড়দিনের ছুটিতে সপরিবারে বাড়ির খুদেটির হাত ধরে পৌঁছে যান হামি ২ দেখতে। বড়দিনের ছুটির কারনে এ সপ্তাহে ছবি মুক্তির মেলা বসেছে। হামি ২ এর সাথেই হত্যাপুরী,  প্রজাপতি ও মুক্তি পেয়েছে। সাথে রোহিত শেট্টির বিগ বাজেট হিন্দি ছবি সার্কাস ও আছে। তবে এদের সবাইকে ছাপিয়ে বন্ধুত্বের ম্যাজিকাল ছড়ি ঘুরিয়ে শেষ হাসি হামি ২ হাসবে কিনা তা জানতে আর কটা দিন অপেক্ষা করতে হবে।

Leave a Comment