News Britant

মাটিকুন্ডা-২ নং অঞ্চলের দুর্গাপুর কাঠালবারি বুথের কমিটি গঠন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#ইসলামপুর: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুথ স্তর থেকে সংগঠনকে মজবুত করতে তৃণমূল কংগ্রেস উদ্যোগী হয়েছে। সেই লক্ষ্যে শুক্রবার মাটিকুন্ডা-২ নং অঞ্চলের দুর্গাপুর কাঠালবারি বুথের বুথ কমিটি গঠন করা হলো।  বুথ কমিটি গঠনের লক্ষ্যে এদিন একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি সম্মানিয় জাকির হুসেন মহাশয়, জেলা পরিসদ সদস্য তথা সুষ্ঠ সংগঠক হরসুন্দর দা, পঞ্চায়েত সভাপতি অনিমেষ দা, প্রধান, উপ প্রধান,স্থানিয় বুথ কর্মী ও বুথের সাধারন জনগন।

Leave a Comment