News Britant

গোয়ালপোখরে গুরুচাঁদ ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#ইসলামপুর: মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষজনদের শ্রদ্ধেয় গুরুচাঁদ ঠাকুরের মূর্তি স্থাপিত হল গতকাল। এই মূর্তি প্রতিষ্ঠা ঘিরে হরিনাম সংকীর্তনে মেতে উঠেছেন শতাধিক ভক্ত। গতকাল রাতে গোয়ালপোখরের নন্দঝাড় এলাকায় এই মূর্তির প্রতিষ্ঠা করা হয়। প্রচুর ভক্তের সমাগম হয় এদিন। নরনারায়ন সেবারও আয়োজন করা হয়।

Leave a Comment