News Britant

অভিনব উদ্যোগ, নাচ, গানের মধ্যে দিয়ে প্রাথমিকের ফলপ্রকাশ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#ইটাহারঃ শনিবার দুপুরে এক অভিনব উদ্যোগ সংঘটিত হল ইটাহারের চালুনিয়া প্রাথমিক স্কুলে। সারা বছরের বার্ষিক মূল্যায়নের কাগজ নিতে এসে নাচ, গান, আবৃত্তির  আয়োজন দেখে ভীষন খুশি স্কুলের পড়ুয়ারা। এদিন ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ সারথী মিত্র জানান, সরকারি নির্দেশিকা অনুযায়ী ইটাহারের চালুনীয়া প্রাথমিক  বিদ্যালয়ের পড়ুয়াদের ২০২২ শিক্ষা বর্ষের শেষে মূল্যায়নের ফল প্রকাশ হয়।

এতে প্রত্যেক শ্রেণীর এই শিক্ষা বর্ষের কৃতীদের পুরস্কার প্রদান করা হয়, সমস্ত ছাত্র/ছাত্রীদের আগামী নব বর্ষে  নতুন শ্রেণীতে উন্নীত হওয়ার জন্য গ্রিটিংস কার্ড তুলে দেওয়া হয়, চতুর্থ পাশ ছাত্রছাত্রীদের উপহারসহ বিদায় সম্বর্ধনা, অভিভাবকদের গ্রিটিংস কার্ড প্রদান, ছোট্ট করে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছাত্রছাত্রীসহ অভিভাবকদের নিয়ে মিষ্টি মুখ করানো হয়। শিক্ষক শিক্ষিকাদের এমন উদ্যোগে ভীষণ খুশি প্রকাশ করেছে খুদে পড়ুয়ারা।

Leave a Comment