



#মালবাজারঃ বড়দিন আসতেই ডুয়ার্সে জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে। দুপুরে বেলা পড়তেই সুর্যের তেজ ম্লান হয়ে যায়। সন্ধ্যা হতেই কুয়াশার চাদরে ঢেকে আশপাশের এলাকা। এই রকম পরিবেশে এসে গেছে বড়দিন। মহামানব যীশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে খ্রিস্টান ধর্মের মানুষের এইদিনের মাহাত্ম্য আলাদা। বর্তমানে বড়দিন এক সার্বজনীন উৎসব।
সবাই শীতের চাদর ঢেকে রাতে হাজির হয় গীর্জায়। স্বাভাবিক ভাবে সেজে উঠছে এদিক ওদিক। মালবাজার শহরে ঘড়ি মোরে পৌরসভার তরফে সাজানো হয়েছে। রয়েছে সান্টাক্লজের সাজে মডেল। কেউ কেউ আবার নিজেরাই সান্টার আদলে নিজেকে সাজিয়েছেন। শুরু পৌরসভার তরফে নয়, অনেকে তাদের বাড়ি আলোকসজ্জায় সাজিয়েছেন।
মাতা মেরীর কোলে যীশুর এমন মূর্তিও দেখা গেছে এদিক ওদিক। দোকানে দোকানে কেক কেনার ভীড়। খেজুর পাতা, ঝাউগাছ সব কিনে নিয়ে অনেকে বাড়ি ফিরছেন। মালবাজার, চালসা, ওদলাবাড়ি সর্বত্র উৎসবের আমেজ। রাতে গড়াতেই ভীড় বাড়বে ডুয়ার্সের বিভিন্ন চার্চে। বড়দিন থেকেই শুরু হয় পিকনিকের পর্ব। এজন্য ডুয়ার্সের পিকনিক স্পট গুলি সাজানো হয়েছে। রবিবার সকাল হতেই দেখা যাবে পিকনিক স্পটে ভীড়।
