



#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ এলাকার সমাজ বিরোধীদের হাত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের রক্ষা করতেই সংঘবদ্ধ হয়ে লড়াই করার শপথ নিলেন রায়গঞ্জের গোয়ালপাড়ার জাতীয় সড়কের ধার লাগোয়া ন্যাশনাল হাইওয়ে ব্যবসায়ী সমিতি। শনিবার দুপুরে দক্ষিণ গোয়ালপাড়া প্রাথমিক স্কুলের মাঠে ন্যাশনাল হাইওয়ে ব্যবসায়ী সমিতির প্রথম বর্ষ সম্মেলন সম্পর্কে এমনটাই জানালেন ওই ব্যবসায়ী সংগঠনের সদস্যরা।
জানা গেছে, গত বছরের মাঝামাঝি ওয়েষ্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের অনুমোদনে এক ছাতার তলায় আসেন রায়গঞ্জ হাইরোড সংলগ্ন ৬২ জন ব্যবসায়ী। মূলত লাইসেন্স সমস্যা, জমি, ক্রেতা সুরক্ষার পাশাপাশি ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা যাতে কোনো সমস্যায় না পড়েন, সেই বিষয় গুলো নিয়ে এই স্থাপনা বলে জানালেন ন্যাশনাল হাইওয়ে ব্যবসায়ী সমিতির গোয়ালপাড়া শাখার সহ সভাপতি নলিনাক্ষ পাল।
তিনি জানান, এই সংগঠনের সদস্য সংখ্যা বর্তমানে ৬২ জন। এদিনের সভায় ৫৬ জন সদস্য উপস্থিত হয়েছিলেন। তিনি বলেন, এই সভায় আগামী বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। যেখানে সভাপতি হয়েছেন জীতেন্দ্র নাথ রায়, সহসভাপতি হয়েছেন নলিনাক্ষ পাল, চঞ্চল কুমার দত্ত, মনীন্দ্র নাথ পাল, সম্পাদক হয়েছেন নন্দ কিশোর রায়, সহ সম্পাদক হয়েছেন পঙ্কজ পাল, মুকুল পাল, স্বরূপ পাল, নিরঞ্জন সাহা, কোষাধ্যক্ষ হয়েছেন রবীন্দ্রনাথ রায় ও প্রদীপ দাস।
জীতেন বাবু বলেন, এদিন স্থানীয় ১০০ জন দুঃস্থ পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়েষ্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সম্পাদক শঙ্কর কুন্ডু, তরিৎ লাহিড়ী সহ অন্যান্যরা।
