News Britant

রায়গঞ্জে অনুষ্ঠিত হল দেশী বিদেশী প্রজাতির পোষ্য সারমেয়দের নিয়ে ডগ শো

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#রায়গঞ্জঃ দেশী ও বিদেশি প্রজাতির বহু সংখ্যক সারমেয়দের নিয়ে রায়গঞ্জ শহরে বসল সারমেয়দের জন্য আকর্ষণীয় “ডগ শো”। দীর্ঘ ২ বছর পরে, শনিবার রায়গঞ্জ শহরের মার্চেন্ট ক্লাব মাঠে আয়োজিত হল এবছরের রায়গঞ্জ ডগ শো। জানা গেছে, এই প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১৫০ এর কাছাকাছি সারমেয় প্রেমীরা তাদের পোষ্য গুলো নিয়ে এসেছেন। 

আর সেকারণেই উৎসাহ ছড়িয়েছে শহর জুড়ে। এবারের এই রায়গঞ্জ ডগ শো এর উপদেষ্টা পশু চিকিৎসক ডাঃ রাকেশ মন্ডল বলেন, এই ডগ শো তে কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, মালদা সহ বিভিন্ন জেলা থেকে দেশী ও বিদেশি  বিভিন্ন ব্রিডের সারমেয় এসেছে৷ এই ইভেন্টে বিচারক হিসেবে উপস্থিত হন প্রসেনজিৎ চ্যাটার্জী। এখানে গ্রুপ ভাগ করে নানা ধরনের খেলা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার বোর্ড অফ এডমিনিস্ট্রেটর এর মেম্বার সাধন বর্মন, কো অর্ডিনেটর অনিরুদ্ধ সাহা, প্রদীপ কল্যাণী সহ বিশিষ্ট সমাজসেবী প্রিয়তোষ মুখোপাধ্যায়। উদ্যোক্তা দের পক্ষ থেকে দেবতোষ মুখোপাধ্যায় এবং সোমক মুখোপাধ্যায় জানান, শহর, গঞ্জে বহু মানুষ সারমেয় পালন করেন। তারাও চান, তাদের পোষ্য সারমেয়টিকে সকলের সামনে উপস্থাপন করতে। এতে সারমেয় পালন সম্পর্কে সচেতনতা বাড়বে।

তাঁরা জানান, এই শো চলাকালীন এখানে পশু চিকিৎসকদের পাশাপাশি  উপস্থিত ছিলেন সারমেয় বিশেষজ্ঞরাও।  জানা গেছে, ২০১৮ সালের পর ২০১৯ সালে এই শো অনুষ্ঠিত হলেও মাঝের ২ বছর করোনা আবহে ডগ শো হয় নি। এদিন মার্চেন্ট ক্লাব মাঠে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি বঙ্কিম চক্রবর্তী, সদস্য সুনীত সাহা, সোমনাথ সিংহ, আকাশ বসাক, অর্পিতা কর্মকার প্রমুখরা। প্রদর্শনী শেষে পোষ্য দের সম্মানিত করা হয় কাপ ও শিল্ড দিয়ে বলে জানালেন বিচারক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Leave a Comment