



#মালবাজার: আবাস যোজনার ঘর না পেয়ে এবং তালিকায় নাম না থাকায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে মালবাজার শহর সংলগ্ন মেটেলি ব্লকের ক্ষুদিরাম পল্লীতে। এমনকি ভোটে দেখে নেওয়ার হুমকি দেয় স্থানীয়রা। এনিয়ে শনিবার ব্যপক ক্ষোভ সৃষ্টি হয়। রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় অনেকে। মালবাজার শহরের ১৩ নম্বর ওয়ার্ডের পাশেই রয়েছে মেটেলি ব্লকের ক্ষুদিরাম পল্লী।
প্রশাসনিক ভাবে এই এলাকা মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত হলেও হাটবাজার, শিক্ষা, চিকিৎসা সব বিষয়ে মালবাজার শহরের সঙ্গে যুক্ত। এক সময় দাবি উঠেছিল এই এলাকাকে মাল পৌরসভার মধ্যে আনতে হবে কিন্তু, আজও হয়নি। এহেন এলাকায় বাস করেন অশতিপর বৃদ্ধ দীনেশ পাল। বৃদ্ধ দম্পতি এক টিনের ঘরে বাস করেন।
তিনি জানান, “এর আগে কয়েক বার আবেদন করেছি।কিন্তু, ঘর পাইনি। এখন আবার তালিকা হচ্ছে তাতেও নাম নেই। কি করব? স্থানীয় বাসিন্দা দৃষ্টিহীন নগেন দত্ত জানান, ঘরের জন্য আবেদন করেছি। বিডিও অফিস থেকে দেখেও গেছে। কিন্তু, যে তালিকা হয়েছে তার অনেক শেষে আমার নাম রয়েছে। কবে পাব জানিনা। আর কতদিন ঘুরতে হবে?
এইরকম ভাবে অনেকে ক্ষোভ ব্যাক্ত করে বলেন, অনেকের বাড়ি, গাড়ি, বাইক রয়েছে তাদের নাম তালিকায় আছে অথচ গরীব মানুষের নাম নেই। ১০০ দিনের কাজ করেছি মজুরি পাই নি। ভোটের সময় আমরা দেখে নেব। এনিয়ে বিধাননগর গ্রাম পঞ্চায়েত প্রধান নিতেন রায় বলেন, এবার তালিকা বিডিও অফিসের মাধ্যমে হয়েছে। এবিষয়ে বিডিও সাহেব সব বলতে পারবে। হতে পারে কিছু গরীব মানুষের নাম বাদ গেছে। সেসব দেখা হবে। প্রকৃত গরীব মানুষ যাতে ঘর পায় সেবিষয়ে জানাব।
