News Britant

তৃণমূলের প্রতিষ্ঠা দিবস সফল করতে প্রস্তুতি বৈঠকে বিধায়ক

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#চন্দ্র নারায়ণ সাহা, ইটাহারঃ আগামী ১লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সফল করতে প্রস্তুতি বৈঠক করা হল শনিবার ইটাহারে। এদিন বিকেলে ইটাহার বিধানসভার বিধায়ক মোশারফ হুসেনের নির্দেশে ও ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইটাহার সদর চৌরাস্তা এলাকায় পথসাথী প্রাঙ্গণের সভাকক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়।

জানা যায়, আগামী ১লা জানুয়ারী সমস্ত জায়গার পাশাপাশি ইটাহার বিধানসভা এলাকায় পালিত হবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের একাধিক উন্নয়ন মূলক কাজের কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, দলীয় পতাকা উত্তোলন, স্বেচ্ছায় রক্তদান শিবির, বস্ত্র বিতরণ সহ একাধিক কর্মসূচি গ্রহন করা হয়েছে।

সেই সমস্ত দলীয় কর্মসূচি ইটাহার ব্লকের বিভিন্ন অঞ্চল সহ ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে সফল ভাবে পালন করতে ব্লক ও অঞ্চল তৃণমূল নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে প্রস্তুতি বৈঠক বলে জানাযায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন, ব্লক তৃণমূল সভাপতি যোগেন্দ্রনাথ রায়, সহ সভাপতি কার্তিক চন্দ্র দাস, যুব তৃণমূল সভাপতি মোজাফফর হুসেন, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রীনা সরকার, সুকান্ত মন্ডল, সাহেরুল হক, পলাশ রায় সহ অন্যান্য নেতৃত্বরা।

Leave a Comment