News Britant

৮৯ তম কুলদাকান্ত শিল্ডে চ্যাম্পিয়ন এরিয়ান্স, রানারআপ বৈদ্যবাটি

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#রায়গঞ্জঃ শনিবার দুপুরে রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে শেষ হল এবছরের ৮৯তম ভার্চুয়াল কুইস্ট কুলদাকান্ত স্মৃতি   চ্যাম্পিয়ন্স শিল্ড ও তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট। নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকায় ফাইনালে ট্রাইবেকারে জয় পেল এরিয়ান্স। এদিনের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন  অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন ভারতীয় ফুটবলার দীপক কুমার  মণ্ডল।

সাথে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার মুখ্য পৌরপ্রশাসক সন্দীপ বিশ্বাস সহ বেশ কিছু স্বনামধন্য প্রাক্তন ফুটবলাররা। খেলা শেষে রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ বলেন,  ৮টি দলীয় এই টুর্নামেন্টে একটি দল ছিল রায়গঞ্জের। এছাড়াও বাইরের দল ছিল ৭টি। প্রথম দিন থেকেই মাঠে ফুটবল প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মত। এদিন ৪ জন প্রাক্তন ফুটবলারকে সংবর্ধনা প্রদান করা হয় বলেও জানালেন অরিজিৎ বাবু।

Leave a Comment