



#রায়গঞ্জঃ এক ভিন্ন ধরনের বড়দিন উৎসব পালিত হল রায়গঞ্জে। রবিবার বড়দিনের দুপুরে রায়গঞ্জের একটি আর্ট স্কুলের উদ্যোগে রায়গঞ্জ পৌর শিশু উদ্যানে একটি বহিঃ চিত্রাঙ্কন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে প্রায় ২ হাজারের এর কাছাকাছি ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এছাড়াও সংস্থার তরফ থেকে নাচ গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী চিত্রশিল্পী সহ অভিভাবক অভিভাবিকা দের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সংস্থার অধ্যক্ষ শ্যামল কর্মকার জানান, প্রতিবছর বড়দিনে তারা এই কর্মসূচির আয়োজন করেন।
এতে খুদেরা যেমন চার দেওয়ালের বাইরে বেরিয়ে আলো, ছায়া, প্রকৃতির সুক্ষ বিষয়গুলো উপলব্ধি করতে পারবে। তেমনই তাদের প্রকৃতি দেখার প্রবনতা বৃদ্ধি পাবে। শ্যামল বাবু ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উৎপল কর্মকার, সম্পৃতা কর্মকার, অভিজিৎ পাল, সুমন জ্যোতিষী সহ একাধিক সদস্য।
