



#হাবিবুর রহমান, ঢাকা: টানা ১০ বার শাসকদল আওয়ামি লিগের সভাপতির দায়িত্ব নিয়ে বাবা জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শনিবার আওয়ামি লিগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে দলের নতুন কার্যনির্বাহী সংসদ নির্বাচন করা হয়।
রবিবার সকালে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা ও দলের নেতারা। এই ভবনেই ১৯৭৫ সালে একদল বিপথগামী সেনা সদস্য ও আধিকারীক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের ১৮ সদস্যকে গুলি করে হত্যা করে। শেখ হাসিনা তাঁর দুই সন্তান ও ছোট বোন রেহানাসহ স্বামীর কমস্থল জামার্নিতে প্রাণে রক্ষা পান।
এদিন প্রথমে আওয়ামি লিগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর শেখ হাসিনা দলের কার্যনির্বাহী সংসদের সদস্যদের বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান৷ নতুন এ কার্যনির্বাহী সংসদে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অধিকাংশ সদস্যই পুনঃনির্বাচিত হন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে টানা ১০ বার আওয়ামি লিগের সভাপতি নির্বাচিত হয়েছেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের আওয়ামি লিলীগের টানা তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্যসহ কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গতকালের জাতীয় সম্মেলন ছিল সুশৃঙ্খল স্বতঃস্ফূর্ত। আমাদের পার্টি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ সেটাই শনিবার আমাদের সম্মেলনের উপস্থিতিতে প্রমাণিত হয়েছে।
