News Britant

তাপসকে নিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের জরুরি মিটিং

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#রায়গঞ্জঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক তাপস পালের বিরুদ্ধে বধূ নির্যাতন, শারীরিক সম্পর্কের বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দের বেশি নম্বর পাইয়ে দেওয়ার অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী ময়ূরিকা রায়। জানা গেছে, বালুরঘাট থানায় দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ থেকে অধ্যাপককে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ।

বালুরঘাট আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজত দেয়। তারই প্রেক্ষিতে সোমবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বসছে এক্সিকিউটিভ কাউন্সিলের জরুরি সভা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটুট অনুযায়ী ৭৮-২(এ) এবং ৮৪ এফ (২) (এ) ধারায় কোনও স্থায়ী অধ্যাপক- অধ্যাপিকা বা শিক্ষাকর্মী ৪৮ ঘণ্টার বেশি সময় পুলিশ বা জেল হেপাজতে থাকলে এগজিকিউটিভ কাউন্সিল বৈঠক করে তাঁকে সাসপেন্ড করবে।

পরবর্তীতে ধৃত ব্যক্তি জামিনে ছাড়া পেলে এগজিকিউটিভ কাউন্সিল ফের বৈঠক করে তাঁকে কাজে ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে এক্ষেত্রে অভিযোগকারিণী ময়ূরিকা রায় যেহেতু এই বিশ্ববিদ্যালয়েরই আইন বিভাগের অধ্যাপিকা, তাই তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ তদন্ত কমিটি গঠন করতে পারে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডঃ দুর্লভ সরকার জানান, সোমবার দুপুর ১২টায় এক্সিকিউটিভ কাউন্সিলের জরুরি বৈঠক রয়েছে।

Leave a Comment