



#রায়গঞ্জঃ তাপস পালের নিজের স্ত্রী ময়ূরিকা রায়ের করা অভিযোগের ভিত্তিতে, ২২শে ডিসেম্বর, তাপস পালকে গ্রেফতার করে ২৩শে ডিসেম্বর আদালতে তোলে বালুরঘাট থানার পুলিশ। মহামান্য আদালত তাকে ৫দিনের পুলিশি হেফাজত দেয়। তারই প্রেক্ষিতে সোমবার বড়দিনের ছুটির মাঝেই জরুরি বৈঠকে বসে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল। সেই বৈঠকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক তাপস পালকে চাকুরী থেকে বরখাস্ত করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়।
সোমবার দুপুরে মিটিং শেষে এমনটাই জানালেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডঃ দুর্লভ সরকার। তিনি জানান, সোমবার ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক তাপস পালকে নিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের জরুরি মিটিং হয়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটুট অনুযায়ী ৭৮-২(এ) এবং ৮৪ এফ (২) (এ) ধারায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অধ্যাপক তাপস পাল ৭২ ঘণ্টার বেশি সময় পুলিশ বা জেল হেপাজতে থাকায় এগজিকিউটিভ কাউন্সিল বৈঠক করে তাকে সাসপেন্ড করে।
ধৃত ব্যক্তি পরবর্তীতে জামিনে ছাড়া পেলে, এগজিকিউটিভ কাউন্সিল ফের বৈঠক করে তাঁকে কাজে ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে। পাশাপাশি পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ধৃত ওই অধ্যাপক ক্যাম্পাসে প্রবেশ নিষেধ বলেও জানালেন তিনি। আগামীকাল ধৃত অধ্যাপককে আবারও আদালতে পেশ করবে বালুরঘাট থানার পুলিশ।
