News Britant

দুই বছর বাদে শুরু হলো বর্নময় আন্তর্জাতিক নৈশ ফুটবল প্রতিযোগিতা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#মালবাজার: করোনা মহামারির জন্য বিগত দুই বছর বন্ধ থাকার পর ফের রবিবার রাতে মালবাজার ব্লকের ওদলাবাড়িতে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো নৈশকালীন আন্তর্জাতিক স্তরের ফুটবল টুর্নামেন্টের আসর। ওদলাবাড়ির নেতাজী সুভাষ অ্যথলেটিক ক্লাব ও মোহন স্পোর্টিং ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় ২৫ ডিসেম্বর  থেকে থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিধানপল্লীর ময়দানে চলবে এই টুর্নামেন্ট।

ডুয়ার্স তথা উত্তরবঙ্গের বুকে সাড়া জাগানো ৮ টি দল এই নৈশ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ, নেপাল সহ প্রতিবেশী রাস্ট্রের ফুটবল দল প্রতিযোগিতায় অংশ নিয়েছে  রবিবার আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রথম খেলায় অংশ নেয় আসামের গ্লোবাল এফ সি, বনাম সিকিম পুলিশ দল।

শীতের সন্ধ্যায় মাঠে খেলা দেখতে বহু মানুষের ভিড় হয় এদিন। টুর্নামেন্টের  আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালবাজার মহকুমা পুলিশ আধিকারিক রবিন থাপা, মালবাজার থানার আইসি সুজিত লামা, পদ্মশ্রী করিমুল হক সহ দুই ক্লাবের সমস্ত কর্মকর্তারা।

এদিনের আনুষ্ঠানিক উদ্বোধন করে উদ্যোক্তাদের তরফে তমাল ঘোষ ও অনুপ সাহা বলেন, “ডুয়ার্স অঞ্চলের ফুটবলকে আরো উন্নতর পর্যায়ে নিয়ে যেতেই এই ধরনের টুর্নামেন্টের আয়োজন”।এদিন প্রথম খেলায় আসামের গ্লোবাল এফসি ৩-২ গোলের ব্যবধানে সিকিম পুলিশকে পরাজিত করেছে।

Leave a Comment