News Britant

উদ্ধার পথভোলা ২ শিশু, আশ্রয় দিল পুরসভা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#ইসলামপুর: পথ ভোলা ২ খুদে কে উদ্ধার করে আশ্রয় দিলেন প্রাক্তন কাউন্সিলার। এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের মিশন গেট এলাকায়। এদিন এই শিশু ২টিকে মিশনমোড় এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় সঞ্জয় বাবুর। জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদের নাম শিবা মুর্মু ও সমীর মুর্মু।

বাবা ভোগেন মুর্মু। বাড়ি কাঁচাখোয়া গ্রামে। তারা উৎকর্মীত মধ্য বিদ্যালয়ের ছাত্র বলে জানায় তারা। এদিন বাচ্চা ২টিকে উদ্ধারের পর ১ নং ওয়ার্ডে অবস্থিত আশ্রয়স্থলে এনে রাখা হয়৷ তাদের প্রয়োজনীয় সবরকম ব্যবস্থাও করা হয়। এই শিশুদের পরিবারের কোনো সন্ধান পেলে নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

Leave a Comment