



#ইসলামপুর: মাধ্যমিকের পর এবারে উচ্চ মাধ্যমিক। প্রকাশি হল টেষ্টপেপার। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ইসলামপুর জোনাল কমিটির উদ্যোগে আজ উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশ করা হয়। সারা রাজ্যের পাশাপাশি ইসলামপুরেও এই টেস্ট পেপার প্রকাশের অনুষ্ঠান ঘিরে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় পড়ুয়াদের মধ্যে।
আজ এই নতুন টেস্ট পেপার ছাত্র-ছাত্রীদের হাতেও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনাল আঞ্চলিক সভাপতি দীপঙ্কর দাস। তিনি জানান আজব রাজ্যের সঙ্গে ইসলামপুরে ও টেস্ট পেপার প্রকাশিত করা হলো। উচ্চমাধ্যমিকের বেশ কিছু পড়ুয়ার হাতে এই টেস্ট পেপার তুলে দেওয়া হয়।
আজ থেকে প্রত্যেকটি বইয়ের দোকানে এই টেস্ট পেপার পাওয়া যাবে। যার মূল্য নির্ধারন করা হয়েছে ১৬৫ টাকা। অনুষ্ঠানে দীপঙ্কর দাস ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক প্রকাশ ঠাকুর খিতেন চক্রবর্তী সুবল ভৌমিক প্রাক্তন জোন সম্পাদক সোমনাথ মজুমদার সহ একাধিক ব্যক্তিত্ব।
