News Britant

বন্ধ হয়ে গেল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ ভাইয়ের চাবাগান

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#মালবাজার: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ প্রসন্ন রায়ের ভাই জয়ন্ত রায়ের ডুয়ার্সের বামনডাঙা তন্ডু চা বাগান বন্ধ হয়ে গেল। কর্মহীন হল ১৬০০ জন শ্রমিক। মঙ্গলবার চা বাগানে লক আউট নোটিশ টাঙিয়ে বাগান ছেড়ে কর্তৃপক্ষ চলে যান। বন্ধ হয়ে গেল ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগান।

রাতেই চাবাগান কতৃপক্ষ লক আউটের নোটিস টানিয়ে চাবাগান ছেড়ে চলে মালিক পক্ষ। কাজে এসে সকালে জানতে পারে শ্রমিকেরা। স্থায়ী ও অস্থায়ী নিয়ে মোট শ্রমিক সংখ্যা ১৬০০। শিক্ষক নিয়োগ কান্ডে গ্রেপ্তার হন পার্থ চ্যাটার্জি ঘনিষ্ট প্রসূন রায়। প্রথম দিকে বামনডাঙা চা বাগানের মালিকানা নিজের মালিকানায়  রাখলেও, পরে গ্রেপ্তারের আগেই ভাই জয়ন্ত রায় কে বাগানের মালিকানা দিয়ে দেন। 

জানাগেছে, ২০১৯ সালে ডুয়ার্সের ডুয়ার্সের বামনডাঙ্গা ও সামসিং দুটি চাবাগান কেনেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ প্রসন্ন রায়। পরে দুটি চাবাগানই ভাই জয়ন্ত রায়ের অনুকূলে হস্তান্তর করেন। গত সেপ্টেম্বর মাসে চাবাগান চালানোর অক্ষমতার কথা জানিয়ে বাগান ছেরে চলে যান সামসিং  চাবাগান কর্তৃপক্ষ। কয়েক মাসের ব্যবধানে শ্রমিকরা কর্মবিমুখ এই অভিযোগ তুলে অফিসে লক আউট  বিঞ্জপ্তি টাঙিয়ে বাগান ছেরে চলে গেল বামনডাঙ্গা চা বাগান কর্তৃপক্ষ। 

বামনডাঙ্গা চাবাগানের শ্রমিক নেতা সঞ্জিল লোহার জানান, “২৭ ডিসেম্বর শ্রমিকদের মজুরি দেওয়ার কথা ছিল।সোমবার সকালে ম্যানেজার জানান যে তিনি মজুরির টাকা আনতে যাচ্ছেন। সোমবার ছিল ছুটির দিন তাই শ্রমিকরা কারখানায় আসেনি। সন্ধ্যায় অফিসের চৌকিদার এসে দেখেন অফিসের দেওয়ালে লক আউট বিঞ্জপ্তি টাঙিয়ে দেওয়া হয়েছে। ২৭ ডিসেম্বর থেকে লক আউট কার্যকর করার কথা নোটিশে আছে।

মালিক পক্ষ শ্রমিকদের উপর মিথ্যা অভিযোগ করেছে। বলা হয়েছে শ্রমিকরা কাজ ঠিক মতো করে না। এটা সম্পুর্ন মিথ্যা। আমরা চাই চাবাগান দ্রুত খুলে পরিস্থিতি স্বাভাবিক করা হোক। এনিয়ে মালের সহকারী শ্রম আধিকারিক চিয়াং শেরপা জানান, বিষয়টি অবগত আছি। কাল অথবা পরশুর চিঠি দিয়ে আগামী শুক্রবার বৈঠক ডাকা ব্যবস্থা করা হবে। 

Leave a Comment