News Britant

ঘর বন্টনের তালিকা সঠিক হয়নি এই অভিযোগে আইসিডিএস কর্মীকে আটকে রেখে বিক্ষোভ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#মালবাজার: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতাধীন ঘর বন্টনের তালিকা  সঠিক হয় নি এই অফিযোগ তুলে আই সি ডি এস কর্মীকে স্কুলেই আটকে রাখলো গ্রামের মানুষেরা। মালবাজার মহকুমার ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ক্ষুদিরাম পল্লী এলাকার ঘটনা। প্রায় ২ ঘন্টা সেন্টারের কর্মী কে সেন্টারের মধ্যে আটকে রাখা হয় বলে অভিযোগ। পরে ওই কর্মী ঘেরাও মুক্ত হন।

ক্ষদিরাম পল্লীর বাসিন্দা দুলাল হক, আয়ুব আলী বলেন, এই দিদিমুনিরা কি ভাবে সার্ভে করেছে যে, যারা বড়লোক তারাই ঘর পেয়েছে। যারা এর আগেও ঘর পেয়েছে তারা আবার ঘর পেয়েছে। গরীব মানুষেরা ঘর পাচ্ছে না। তাই আমরা দিদিমুনিকে স্কুলে আটকে রাখি। জানা গেছে ওদলাবাড়ি ক্ষুদিরাম পল্লী এলাকার ৩৪০ নাম্বার আই সি ডি এস সেন্টারে  মঙ্গলবার সকালে আসেন সীমা মাহাত নামে এক কর্মী। 

ওই দিদি মুনি অভিযোগ করেন, মঙ্গলবার সকাল ১০ টার নাগাদ আমি স্কুলে আসি তখন কিছু গ্রামের মানুষ আমাকে নানা রকম প্রশ্ন শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টন নিয়ে। তারা অভিযোগ করে আমি, ঠিকঠাক সার্ভে করিনি। সেই কারনে গরীব মানুষেরা ঘর পায় নি। গ্রামের মানুষদের অনেক বুঝাই, যে ঘর বন্টনে আমাদের কোন হাত নেই। সব প্রশাসনের আধিকারিকেরা দেখছে।

কিন্তু কোন কথাই গ্রামের কিছু মানুষ শুনতে চায়নি। আমাকে স্কুল ঘরের মধ্যে আটকে রেখে, বাইরে থেকে ছিটকানি লাগিয়ে দেয়। মালবাজার ব্লকের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার  সায়ক দাস বলেন, আজকে যে ঘটনা ঘটেছে, তা সঠিক কাজ হয় নি। একজন দিদিমুনিকে স্কুলে আটকে রাখা হয়েছিলো, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টন নিয়ে। গ্রামের মানুষদের এটা ঠিক কাজ হয় নি।

Leave a Comment