News Britant

রায়গঞ্জে অনুষ্ঠিত পঞ্চম ইন্ডোলজি লিটারেরি মিটের মিলন মেলায় একত্রে দেশের একঝাঁক সাহিত্যপ্রেমী

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#রায়গঞ্জ: গত পঁচিশে ডিসেম্বর রায়গঞ্জ সুপার মার্কেটের রায়গঞ্জ চেম্বার অফ কমার্স হলে অনুষ্ঠিত হল পঞ্চম ইন্ডোলজি লিটারেরি মিট। এদিন বর্ষীয়ান সাংবাদিক ও লেখক ডঃ সুনীল চন্দ এই অনুষ্ঠানের প্রধান অতিথির পদ অলংকৃত করেন। অন্যদিকে ত্রিপুরা থেকে আগত কবি অভীক কুমার দে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও এদিন অনুষ্ঠানে সম্মানীয় অতিথির পদ অলংকৃত করেন বঙ্গ সম্প্রচার সংবাদ পত্রের সম্পাদক ও সাহিত্যিক বিমল দে, কালিয়াগঞ্জ কলেজের সহযোগী অধ্যাপক অধ্যাপক ডঃ চন্দন রায়, শিক্ষিকা ও কবি তাপসী লাহা, উত্তর দিনাজপুর জেলা শিক্ষা সমন্বয়ক সোমনাথ চক্রবর্তী, শিলিগুড়ি থেকে আগত কবি সুলেখা সরকার সহ আরো অনেকে।

যে ইংরেজি ম্যাগাজিনকে কেন্দ্র করে এই উৎসব আয়োজন এদিন সেই ইন্ডোলজি ম্যাগাজিনের সাম্প্রতিক তম সংখ্যা প্রকাশ করেন উপস্তিতি সম্মানীয় অতিথিবৃন্দ। ইন্ডোলজির একাদশ তম সংখ্যা প্রকাশের পাশাপাশি এদিন লেখক বিনয় লাহার বই “ব্যালাডস্ অফ এক্সপিরিয়েন্স”, “এ হিস্ট্রি অফ ইংলিশ মিডিয়াম স্কুলস্ অফ উত্তর দিনাজপুর”, “হেমন্তের নায়ক” ও তাঁর ভ্রমণ কাহিনীর বই “দার্জিলিং থেকে মানালি” প্রকাশিত হয়।

এই অনুষ্ঠানে এবারের ইন্ডোলজি পুরস্কার প্রাপক নেপালের কবি সুশান্ত থাপা পান। পাশাপাশি এদিন রায়গঞ্জের বর্ষীয়ান কবি অরুণ চক্রবর্তী, সাংবাদিক হিমাংশু দাস ও স্যাক্সোফোন শিল্পী দেবু তিখাত্রীর হাতে তুলে দেওয়া হয় ইন্ডোলজি লাইফ টাইম এ্যাচিভমেন্ট পুরস্কার। এছাড়াও বীরভূম জেলার পার্থ সারথী দাস পান ইন্ডোলজির এবারের সেরা শিক্ষকের পুরস্কার।

শিলিগুড়ির লেখক সজল কুমার গুহ প্রধান বক্তা হিসাবে “বেঙ্গল গেজেট টু ইন্ডোলজি” শীর্ষক বিষয়ে আলোকপাত করেন। এই অনুষ্ঠানে উপস্থিত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রায় সব কবিরাই তাঁদের নিজেদের কবিতা পাঠ করেন। সবার হাতেই  ইন্ডোলজির পক্ষ থেকে এদিন শংসাপত্র তুলে দেন পঞ্চম ইন্ডোলজি লিটারেরি মিটের ব্যবস্থাপক বিনয় লাহা।

অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন কবি শৌভিক দাস ও ইন্ডোলজি ম্যাগাজিনের সম্পাদক কবি বিনয় লাহা। এই প্রসঙ্গে সম্পাদক বিনয় লাহা জানান যে তিনি কাঁটাতারবিহীন পৃথিবীর স্বপ্ন দেখেন এবং ঠিক এই কারণেই ইন্ডোলজির ট্যাগলাইন “এ্যক্ট লোকাল থিংক গ্ল্যোবাল”। আগামী দিনেও এই বিশ্বাসকে সামনে রেখেই সাহিত্যকে এগিয়ে যাওয়ার সংকল্প নিয়েছে উত্তরবঙ্গের স্বনামধন্য ইংরেজি ম্যাগাজিন ইন্ডোলজি বলে জানান বিনয় বাবু।

Leave a Comment