



#রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর লোকপ্রসার শিল্পী সংঘের উদ্যোগে মঙ্গলবার রায়গঞ্জ পৌরসভার কলেজপাড়ায় বিবেকানন্দ স্মৃতি চক্রে অনুষ্ঠিত হল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রীক শিল্পী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। লোকশিল্পী দের বিভিন্ন সমস্যা নিয়ে এদিনের অনুষ্ঠানে আলোচনা করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রায়গঞ্জ বিধানসভার বিধায়ক ও বিধানসভার পিএসি কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী।
এদিন লোকশিল্পীরা বিধায়কের সামনে তাদের নানান সমস্যার প্রসঙ্গ তুলে ধরেন। বিধায়ক সব শোনেন এবং তাদের সমস্যা গুলো দ্রুত সুরাহা করবেন বলে জানান। এদিন সাংস্কৃতিক মঞ্চে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর জন্য কিছু গান ও ছন্দও বাঁধেন শিল্পীরা। কৃষ্ণ কল্যাণী ও তাদেরই সুরে ছন্দ মেলান যাতে করে আরও বেশি উচ্ছ্বসিত হয় উপস্থিত শিল্পী সহ সকলে।
