



#রায়গঞ্জঃ মঙ্গলবার সকাল থেকে রায়গঞ্জে শুরু হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৪০ তম প্রদেশ অধিবেশন। ৩ দিন ব্যাপী এই সম্মেলনে উত্তর বঙ্গের বিভিন্ন জেলা থেকে ৩০০ এর মত প্রতিনিধি উপস্থিত রয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। এদিনের কর্মসূচি উত্তরবঙ্গ প্রদেশের রাজ্য সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন শুভব্রত অধিকারী।
আগামী ২৯শ ডিসেম্বর তিন দিন ব্যাপী এই অধিবেশনের সমাপ্তি হবে বলে জানা গেছে। অধিবেশনের উদ্বোধন করেন স্বরূপ প্রসাদ ঘোষ।এদিকে এই অধিবেশনের প্রচারে ভারতের জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগ উঠল। অভিযোগ, রায়গঞ্জের ঘড়ি মোড়ে অবস্থিত ভারতের জাতীয় পতাকার স্ট্যান্ডে পোষ্টার সাটিয়ে পতাকাকে অবমাননা করেছেন ওই ছাত্র সংগঠন।
রায়গঞ্জ পৌরসভার সহ মুখ্য প্রশাসক অরিন্দম সরকার বলেন, জাতীয় পতাকা উত্তোলনের স্ট্যান্ডে কেউই কোনো পোষ্টার বা প্রচার করতে পারে না। এতে জাতীয় পতাকাকে অবমাননা করা হয়। এদিকে, এই বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ প্রদেশের রাজ্য সম্পাদক শুভব্রত অধিকারী বলেন, ওই পোষ্টার অন্য কেউ লাগিয়ে থাকতে পারে, তাছাড়া রায়গঞ্জ পৌরসভা নিষেধও করেনি। বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে তবে মন্তব্য করব।
