News Britant

রায়গঞ্জ ডগ শো, বহিরাগতদের হারিয়ে জয়জয়কার রায়গঞ্জের সারমেয়দের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

রায়গঞ্জঃ গত ২৪ শে ডিসেম্বর রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব মাঠে বসে রায়গঞ্জ ডগ শো। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু সংখ্যক সারমেয়কে নিয়ে উপস্থিত ছিলেন তাদের প্রশিক্ষক ও মালিকেরা। প্রদর্শনীর পাশাপাশি ছিল সারমেয়দের গ্রুপ ভিত্তিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় জয়জয়কার পেল রায়গঞ্জ শহরের সারমেয়রাই। এদিন এমনটাই জানালেন সারমেয় প্রেমী তথা সারমেয় প্রশিক্ষক অরিন্দম সরকার।

তিনি জানান, রায়গঞ্জ ডগ শো তে রায়গঞ্জের সারমেয়রা মোট ৭টি পুরস্কার ছিনিয়ে নিয়েছে। বেষ্ট ইন শো তে প্রথম হয়েছে জার্মান শেপার্ড (পুরুষ) লেক্সাস, মালিক সজল তরফদার। দ্বিতীয় হয়েছে গোল্ডেন রেট্রিভার (মেয়ে) অল্ট্রো, মালিক সুরজিৎ চন্দ। তৃতীয় হয়েছে জার্মান শেপার্ড (পুরুষ) ইনশু, মালিক সজল তরফদার। পঞ্চম হয়েছে রটওয়েলার বোজো, মালিক বিশ্বদেব ঘোষ। ষষ্ঠ হয়েছে পাগ জন্টি, মালিক সন্দীপ ভট্টাচার্য। অষ্টম হয়েছে জার্মান শেপার্ড কুইন, মালিক অরিন্দম সরকার।

এছাড়াও রিজার্ভ বেষ্ট খুদে ছানা হয়েছে গোল্ডেন রেট্টিভার লিও, যার মালিক অরিন্দম সরকার। রায়গঞ্জের এই পুরস্কার বিজেতা সারমেয় গুলোর মধ্যে অল্ট্রো ও বোজোকে নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অরিন্দম সরকার নিজেই। তাঁর দাবি, সঠিক সময়ে ও সঠিক পদ্ধতিতে সারমেয়দের প্রশিক্ষণ করানোর কাজটা আমরা করি। এতে ওদের শরীর, স্বাস্থ্য স্বাভাবিক থাকে। আগামী দিনে আবারও এই সারমেয়দের নিয়ে রাজ্যের আকর্ষণীয় ডগ শো গুলোতে অংশ নেবেন বলে জানালেন অরিন্দম বাবু।

News Britant
Author: News Britant

Leave a Comment